Logo
Logo
×

টিউটোরিয়াল

নবম-দশম শ্রেণির পড়াশোনা

পদার্থবিজ্ঞান * ভূগোল ও পরিবেশ

পদার্থবিজ্ঞান

Icon

মো. বদরুল ইসলাম

প্রকাশ: ২০ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল, তেজগাঁও, ঢাকা

তৃতীয় অধ্যায় : বল

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৮। অভিকর্ষ বল কাকে বলে?

উত্তর : পৃথিবী যখন কোনো বস্তুর ওপর মহাকর্ষ বল প্রয়োগ করে তখন তাকে অভিকর্ষ বল বলে।

৯। মহাকর্ষ বল কাকে বলে?

উত্তর : মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে পারস্পারিক আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে।

১০। অসাম্য বল কাকে বলে?

উত্তর : কোনো বস্তুর ওপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি শূন্য না হয় অর্থাৎ বস্তুটি সাম্যাবস্থায় না থাকে, তবে ওই বলগুলোকে অসাম্য বল বলে।

১১। ভর কাকে বলে?

উত্তর : বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে ওই বস্তুর ভর বলে।

১২। ভরবেগ কাকে বলে?

উত্তর : ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে।

১৩। ভর কোন রাশি?

উত্তর : ভর একটি স্কেলার রাশি।

১৪। ভরবেগ কোন রাশি?

উত্তর : ভরবেগ একটি ভেক্টর রাশি।

১৫। চারটি মৌলিক বলের মধ্যে তুলনামূলকভাবে দুর্বলতম বল কোনটি? উত্তর : মহাকর্ষ বল।

১৬। ভরের মাত্রা কী? উত্তর : ভরের মাত্রা হল M

১৭। বল ও ত্বরণ সম্পর্কিত নিউটনের গতির সূত্র কয়টি?

উত্তর : ৩টি।

১৮। নিউটনের গতির ১ম সূত্রটি লিখ।

উত্তর : বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে।

১৯। নিউটনের গতির ২য় সূত্রটি লিখ।

উত্তর : বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।

২০। নিউটনের গতির ৩য় সূত্রটি লিখ।

উত্তর : প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

২১। 50kg ভরের একটি বস্তুর ওপর কত বল প্রয়োগ করলে এর ত্বরণ 4 ms-2 হবে? উত্তর : 200N

২২। ঘর্ষণ সাধারণত কত প্রকার ও কি কি?

উত্তর : ঘর্ষণ সাধারণত চার প্রকার। যথা- (ক) স্থিতি ঘর্ষণ (খ) পিছলানো ঘর্ষণ (গ) আবর্ত ঘর্ষণ (ঘ) প্রবাহী ঘর্ষণ।

২৩। আবর্ত ঘর্ষণ কাকে বলে?

উত্তর : যখন একটি বস্তু অপর একটি তলের ওপর দিয়ে গড়িয়ে চলে তখন গতির বিরুদ্ধে যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে আবর্ত ঘর্ষণ বলে।

২৪। প্রবাহী ঘর্ষণ কাকে বলে?

উত্তর : যখন কোনা বস্তু যে কোনো প্রবাহী পদার্থ যেমন- তরল বা বায়বীয় পদার্থের মধ্যে গতিশীল থাকে তখন যে ঘর্ষণ ক্রিয়া করে তাকে প্রবাহী ঘর্ষণ বলে।

ভূগোল ও পরিবেশ

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল

সোনারগাঁ, ঢাকা

মহাবিশ্ব ও আমাদের পৃথিবী

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২০। উপগ্রহ নেই-

i) বুধের ii) শুক্রের iii) নেপচুনের

নিচের কোনটি সঠিক?

ক) i খ) i ও ii

গ) i ও iii ঘ) ii ও iii

২১। টাইটান কোন গ্রহের উপগ্রহ?

ক) শনি খ) ইউরেনাস

গ) মঙ্গল ঘ) নেপচুন

২২। সূর্য কোন বর্ণের নক্ষত্র?

ক) লাল খ) কমলা গ) হলুদ ঘ) আকাশি

২৩। সূর্যের ব্যাস কত?

ক) ১০ লক্ষ ৮০ হাজার কি.মি.

খ) ১৩ লক্ষ ৮৪ হাজার কি.মি.

গ) ১৫ লক্ষ ৮৩ হাজার কি.মি. ঘ) ১৭ লক্ষ ৪৮ হাজার কি.মি.

২৪। সূর্যকে কেন্দ্র করে কয়টি গ্রহ ঘুরছে?

ক) ৬টি খ) ৭টি গ) ৮টি ঘ) ৯টি

২৫। সৌরজগতের সর্ববৃহৎ গ্রহ কোনটি?

ক) বৃহস্পতি খ) বুধ গ) মঙ্গল ঘ) শনি

২৬। বুধ হল-

i) সূর্যের নিকটতম গ্রহ

ii) সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ

iii) সবচেয়ে উষ্ণতম গ্রহ

নিচের কোনটি সঠিক?

ক) i খ) ii

গ) i ও iii ঘ) i ও ii

২৭। সূর্যকে প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে-

ক) ৮৮ দিন খ) ২০৮ দিন গ) ২২৫ দিন ঘ) ৩৬৫ দিন

২৮। সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত?

ক) ৪.৮ কোটি কি.মি.

খ) ৪.৮৫ কোটি কি.মি.

গ) ৫.৮ কোটি কি.মি. ঘ) ৮.৫ কোটি কি.মি.

২৯। শুক্র গ্রহে কত দিনে ১ বছর হয়?

ক) ৮৮ দিনে খ) ২০৮ দিনে গ) ২২৫ দিনে ঘ) ৩৬৫ দিনে

৩০। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?

ক) বুধ খ) মঙ্গল গ) শনি ঘ) শুক্র

৩১। নিজ অক্ষের ওপর পূর্ব থেকে পশ্চিমে পাক খায় একমাত্র কোন গ্রহটি?

ক) মঙ্গল খ) পৃথিবী গ) বৃহস্পতি ঘ) শুক্র

২০.খ ২১.ক ২২.গ ২৩.খ ২৪.গ ২৫.ক ২৬.ঘ ২৭.ক ২৮.গ ২৯.গ ৩০.খ ৩১.ঘ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম