Logo
Logo
×

টিউটোরিয়াল

জানো: পাঁচ আঙুলের নাম সমাচার

Icon

প্রকাশ: ০৩ জুন ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

শিক্ষার্থী বন্ধুরা, আঙুলগুলোর নাম তো জানোই- বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠা। ইংরেজিতে বললে- থাম্ব, ইনডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার, রিং ফিঙ্গার ও লিটল ফিঙ্গার। ইংরেজিতে থাম্বের বাংলা বৃদ্ধাঙ্গুলি কেন। সম্ভবত আঙুলটি দেখতে বয়স্ক বা বুড়োদের মতো বলেই এমন নাম দেয়া হয়েছে। মানে ইনডেক্স ফিঙ্গারের নাম এসেছে ল্যাটিন শব্দ ‘ইন্ডিকেটাস’ থেকে, যার অর্থ নির্দেশ করা। খেয়াল করে দেখ, তুমি কোনো কিছু নির্দিষ্ট করে দেখাতে গেলে এই আঙুল দিয়েই দেখাও। সে জন্য এই আঙুলকে ইংরেজিতে পয়েন্টার ফিঙ্গারও বলে। আরও বলে ফোরফিঙ্গার, ট্রিগার ফিঙ্গার। পরের আঙুলটির নাম মিডল ফিঙ্গার বা মধ্যমা মাঝের আঙুল কিনা, তাই। চার নম্বর আঙুলটি খুবই বিখ্যাত। এটিকে আমরা অনামিকা বলেই ডাকি- যার অর্থ নামহীন। আর আংটি পরা হয় বলে এর নাম রিং ফিঙ্গারও। একদম ছোট আঙুলটির নাম যে কনিষ্ঠা হবে- স্বাভাবিক। ইংরেজিতেও নামটি লিটল ফিঙ্গার। অনেকে আবার আদর করে আঙুলটিকে পিংকি ফিঙ্গারও বলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম