Logo
Logo
×

টিউটোরিয়াল

জানো : এশিয়ার নদী পরিচিতি

Icon

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

- এশিয়ার বৃহত্তম নদী -ইয়াং সি কিয়াং।

- ইয়াং সি কিয়াং প্রবাহিত হয়েছে -চীন দেশের মধ্য দিয়ে।

- এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী -সালউইন।

- এশিয়ার দীর্ঘতম নদীগুলোর নাম- ইয়াং সি কিয়াং (৫৪৯৪ কি.মি.), ওব (৫৪১০ কি.মি.), ইনিসি (৪৫০৬ কি.মি.), হোয়াং হো (৪৩৪৪ কি.মি.), লেনা (৪৪০০ কি.মি.), ব্রহ্মপুত্র (২৭০০ কি.মি.)।

- আমুর নদীর উৎপত্তিস্থল- ইয়াব্লোনর পর্বত।

- আমুর নদীর দৈর্ঘ্য- ২৮২৪ কি.মি.।

- দক্ষিণ এশিয়ার প্রধান নদীগুলো-

- সিন্ধু -২৮৮০ কি.মি., গঙ্গা ও ব্রহ্মপুত্র -২৭০০ কি.মি.।

- ব্রহ্মপুত্র নদী তিব্বতে - সানপো নামে পরিচিত।

- টাইগ্রিস (দজলা) নদী- ইরাকে অবস্থিত।

- ইউফ্রেটিস নদীর পূর্ব নাম- ফোরাত।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম