|
ফলো করুন |
|
|---|---|
মধ্যযুগের বিখ্যাত বাঙালি কবি আবদুল হাকিম আনুমানিক ১৬২০ সালে নোয়াখালী জেলার বাবুপুর মতান্তরে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। স্বদেশের ও স্বভাষার প্রতি তার ছিল অফুরন্ত ভালোবাসা। সেই যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত ও পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ। তার আটটি কাব্যের কথা জানা গেছে। নূরনামা তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তার লেখা ‘নূরনামা’ কাব্যগ্রন্থের একটি উল্লেখযোগ্য কবিতা ‘বঙ্গবাণী’ মাধ্যমিক পর্যায়ে পাঠ্য করা হয়েছে। বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন দুর্লভ। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল- নসীহতনামা, ইউসুফ-জুলেখা, শিহাবুদ্দিননামা, কারবালা ও শহরনামা, চারি মোকাম ভেদ, লালমতি, সয়ফুলমুলুক, হানিফার লড়াই। তার কবিতায় অনুপম ব্যক্তিত্বের পরিচয় মেলে। বাংলা ছাড়াও তিনি আরবি, ফার্সি ও সংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন। এছাড়া আল কোরআন, হাদিস, ফিক্হ শাস্ত্রের পাশাপাশি রামায়ণ, মহাভারত, পুরাণ ইত্যাদি বিষয়ে তার বিশেষ দখল ছিল। ১৬৯০ সালে তিনি মৃত্যুবরণ করেন।
