অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বাংলা
উজ্জ্বল কুমার সাহা
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়
মোহাম্মদপুর, ঢাকা
সন্ধি বিচ্ছেদ
[পূর্বে প্রকাশিত অংশের পর]
২০৬. ‘স্বেচ্ছা’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. সু+ইচ্ছা খ. সে+আচ্ছা গ. স+ইচ্ছা √ঘ. স্ব+ইচ্ছা
২০৭. ‘উচ্ছ্বাস’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
√ক. উৎ+শ্বাস খ. উৎ+ছাস গ. উৎ+শাস ঘ. উৎ+চ্ছাস
২০৮. ‘সংবাদ’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. সং+বাদ খ. স+বাদ √গ. সম্+বাদ ঘ. সহি+বাদ
২০৯. ‘মনীষা’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. মনঃ+ইষা খ. মণি+ইশা √গ. মনস্+ঈষা ঘ. মনো+ঈষা
২১০. ‘শাবক’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. শা+বক খ. শৌ+বক √গ. শৌ+অক ঘ. শা+অক
২১১. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
ক. সম্রাট খ. ষড়যন্ত্র √গ. আশ্চর্য ঘ. তত্ত্ব
২১২. নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?
ক. দিগন্ত খ. নদ্যম্বু √গ. গবাক্ষ ঘ. যথেষ্ট
২১৩. ‘গায়ক’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. গায়+অক খ. গা+অক গ. গা+য়ক √ঘ. গৈ+অক
২১৪. ‘দুগ্ধ’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
√ক. দুহ্+ত খ. দুগ্+ধ গ. দুক্+ত ঘ. দু+ধ
২১৫. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
ক. গায়ক √খ. কুলটা গ. নদ্যম্বু ঘ. পশ্বাচার
২১৬. ‘সন্তাপ’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. সন্+তাপ √খ. সম্+তাপ গ. সং+তাপ ঘ. সোম+তাপ
২১৭. ‘ব্যর্থ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. ব্য+অর্থ √খ. বি+অর্থ গ. ব্যা+অর্থ ঘ. ব+অর্থঃ
২১৮. ‘কিঙ্কর’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. কিং+কর √খ. কিম্+কর গ. কিঃ+কর ঘ. কিঙ্+কর
২১৯. ‘নিরক্ষর’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. নির+অক্ষর খ. নি+অক্ষর গ. নির+ক্ষর √ঘ. নিঃ+অক্ষর
২২০. ‘বনস্পতি’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. বনঃ+পতি খ. বনস্+পতি √গ. বন+পতি ঘ. বন+স্পতি
শব্দ ও পদ
২২১. শব্দের প্রাণ কী?
ক. ধ্বনি খ. বর্ণ গ. অক্ষর √ঘ. অর্থ
২২২. বাংলায় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ কত প্রকার?
√ক. দু’প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
২২৩. বাংলাভাষার ক্ষেত্রে সংস্কৃত ব্যাকরণে লিঙ্গান্তরের নিয়ম মানে না কোন পদে?
ক. বিশেষ্য √খ. বিশেষণ গ. সর্বনাম ঘ. অব্যয়
২২৪. লিঙ্গ কয় প্রকার?
ক. দুই খ. তিন √গ. চার ঘ. পাঁচ
২২৫. লিঙ্গ পরিবর্তনের সাধারণ নিয়ম কয়টি?
ক. একটি খ. দুটি √গ. তিনটি ঘ. চারটি
২২৬. প্রত্যয়যোগে গঠিত স্ত্রী লিঙ্গ কোনটি?
ক. নদী, মাতা খ. জেলেনি, কনে
গ. নদী, বাছুর √ঘ. নদী, জেলেনি
২২৭. ভিন্ন শব্দযোগে গঠিত স্ত্রী লিঙ্গ কোনটি?
ক. নদী, জেলেনি খ. গাই, গরু মাতা
গ. বর, নদী √ঘ. মাতা, কনে
২২৮. নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
√ক. সধবা খ. রজকী গ. সেবিকা ঘ. ছাত্রী
২২৯. নিচের কোনটি উভলিঙ্গ?
ক. মাতুল খ. ফুল √গ. সন্তান ঘ. বর
