Logo
Logo
×

টিউটোরিয়াল

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

জীববিজ্ঞান

Icon

মো. বদরুল ইসলাম

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

ছবি: সংগৃহীত

সহকারী শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা

জীবনীশক্তি

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৮৯। অ্যাসিটাইল কো-এ কত কার্বনবিশিষ্ট? উত্তর : ২

৯০। অবাত শ্বসন কোথায় সংঘটিত হয়?

উত্তর : সাইটোপ্লাজমে

৯১। উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক প্রক্রিয়ার নাম কী?

উত্তর : সবাত শ্বসন

৯২। সবাত শ্বসন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয়?

উত্তর : ৪টি

৯৩। সবাত শ্বসনের ৪র্থ ধাপের নাম কী?

উত্তর : ইলেকট্রন প্রবাহতন্ত্র

৯৪। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ থেকে কত অণু পাইরুভিক এসিড তৈরি হয়?

উত্তর : ২ অণু

৯৫। অবাত শ্বসন কাকে বলে?

উত্তর : যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে হয়ে থাকে তাকে অবাত শ্বসন বলে।

৯৬। সবাত শ্বসন কাকে বলে?

উত্তর : যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি ও বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে সবাত শ্বসন বলে।

৯৭। গ্লাইকোলাইসিস ধাপে কত অণু ATP অবশিষ্ট থাকে?

উত্তর : ২ অণু

৯৮। ক্রেবস চক্রে কয় অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়?

উত্তর : ৪ অণু

৯৯। ক্রেবস চক্রে কতটি ATP তৈরি হয়?

উত্তর : ২৪টি

১০০। শ্বসনের গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু ATP তৈরি হয়?

উত্তর : ৪ অণু

১০১। ক্রেবস চক্র কত সালে আবিষ্কৃত হয়?

উত্তর : ১৯৩৭ সালে

১০২। অ্যাসিটাইল কো-এ সৃষ্টি পর্যায়ে মোট কতটি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়?

উত্তর : ২টি

১০৩। গ্লাইকোলাইসিসে কত অণু NADH + H+ উৎপন্ন হয়?

উত্তর : দুই

১০৪। সবাত শ্বসনে সর্বমোট কতটি ATP উৎপন্ন হয়?

উত্তর : ৩৮টি

১০৫। শ্বসনের সময় অ্যাসিটাইল কো-এ কোথায় তৈরি হয়?

উত্তর : মাইটোকন্ড্রিয়াতে

১০৬। অ্যাসিটাইল কো-এ ধাপে কয়টি NADH₂ তৈরি হয়? উত্তর : ২টি

১০৭। গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের কোথায় ঘটে? উত্তর : সাইটোপ্লাজমে

১০৮। সবাত শ্বসনের ক্রেবস চক্রে এক অণু গ্লুকোজ থেকে কতটি ATP উৎপন্ন হয়? উত্তর : ২৪টি

১০৯। সবাত শ্বসনে মোট কত অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? উত্তর : ছয় অণু

১১০। সবাত শ্বসন প্রক্রিয়ায় কত ক্যালরি শক্তি উৎপন্ন হয়? উত্তর : 686 k Cal/mol

১১১। অবাত শ্বসন প্রক্রিয়ায় কত ক্যালরি শক্তি উৎপন্ন হয়?

উত্তর : 56 k Cal/mol

১১২। গ্লাইকোলাইসিস ধাপে কত অণু ATP অবশিষ্ট তাকে? উত্তর : ২ অণু

১১৩। ১ অণু FADH₂ = কত অণু ATP?

উত্তর : ২ অণু

১১৪। মাইটোকন্ড্রিয়া সবাত শ্বসনের কোন কোন ধাপের সঙ্গে সম্পর্কযুক্ত?

উত্তর : ৩য় ও ৪র্থ ধাপের

১১৫। গ্লুকোজের শ্বসনিক কোশেন্ট কত? উত্তর : ১

১১৬। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কত?

উত্তর : ২০ ডিগ্রি সে. থেকে ৪৫ ডিগ্রি সে.

১১৭। সবাত ও অবাত শ্বসনের প্রথম পর্যায়ের নাম কী?

উত্তর : গ্লাইকোলাইসিস

১১৮। অণুজীব কার্বোহাইড্রেটকে জারিত করে কীসে পরিণত করে? উত্তর : অ্যালকোহলে

১১৯। ক্রেবস চক্রের প্রথম পদার্থের নাম কী?

উত্তর : সাইট্রিক এসিড

১২০। ATP-এর পূর্ণরূপ কী?

উত্তর : Adenosine Triphosphate

পৌরনীতি ও নাগরিকতা

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

নাগরিক ও নাগরিকতা

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২৫। রাষ্ট্র পরিচালনা করতে সরকারের কোনটির প্রচুর দরকার হয়?

ক) সেনাবাহিনীর খ) জনগণের

গ) অর্থের ঘ) জায়গার

২৬। নাগরিকের কর্তব্যকে কয়ভাগে ভাগ করা যায়?

ক) দু’ভাগে খ) তিন ভাগে

গ) চার ভাগে ঘ) পাঁচ ভাগে

২৭। নাগরিকদের তথ্য জানার অধিকার থাকলেও কোন ধরনের তথ্য প্রকাশ বাধ্যতামূলক নয়?

i) বাংলাদেশের নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি

ii) তদন্তাধীন কোনো বিষয় যা প্রকাশে তদন্ত কাজের বিঘ্ন ঘটতে পারে

iii) পরীক্ষার প্রশ্নপত্র বা পরীক্ষায় প্রদত্ত নম্বর সম্পর্কিত আগাম তথ্য

নিচের কোনটি সঠিক?

ক i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

২৮। তথ্য প্রদানের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুরোধ প্রাপ্তির তারিখ হতে অনধিক কত কার্যদিবসের মধ্যে তথ্য সরবরাহ করবেন?

ক) ১০ কর্মদিবস খ) ২০ কর্মদিবস

গ) ৩০ কর্মদিবস ঘ) ৪০ কর্মদিবস

নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৯-৩০ নং প্রশ্নের উত্তর দাও :

জনাব হাফিজের মানিকগঞ্জে একটি দিয়াশলাই কারখানা আছে। তিনি তার কারখানার আয়ের ওপর প্রতি বছর সরকার নির্ধারিত কর পরিশোধ করেন।

২৯। জনাব হাফিজের দায়িত্বটিকে কী বলা যায়?

ক) নৈতিক অধিকার খ) আইনগত অধিকার গ) নৈতিক কর্তব্য ঘ) আইনগত কর্তব্য

৩০। জনাব হাফিজের উক্ত দায়িত্বটির সঙ্গে নিচের কোনটি অধিক সম্পর্কযুক্ত?

ক) রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধি খ) রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা

গ) নাগরিকের সামাজিক অধিকার রক্ষা ঘ) নাগরিকের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা

৩১। একজন সুনাগরিকের অন্যতম বৈশিষ্ট্য হলো-

ক) সুদর্শন হওয়া খ) সম্পদশালী হওয়া গ) বিবেকবান হওয়া ঘ) উচ্চ বংশীয় হওয়া

৩২। কিসের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হয়?

ক) ব্যক্তির খ) রাষ্ট্রের

গ) সমাজের ঘ) পরিবারের

৩৩। রাজনৈতিক অধিকার বলতে বোঝায়-

ক) স্বাধীনভাবে চলাফেরা

খ) পরিবার গঠন করা

গ) ধর্মচর্চা করা

ঘ) ভোটাধিকার

৩৪। আইনগত অধিকার হলো-

i) সামাজিক অধিকার

ii) রাজনৈতিক অধিকার

iii) অর্থনৈতিক অধিকার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) i ও iii

গ) ii ও iii ঘ) i, ii ও iii

৩৫। জীবন ধারণ, জীবনকে উন্নত করার অধিকারকে কী ধরনের অধিকার বলে?

ক) সামাজিক অধিকার

খ) অর্থনৈতিক অধিকার

গ) রাজনৈতিক অধিকার

ঘ) ধর্মীয় অধিকার

উত্তর :

২৫.গ ২৬.ক ২৭.ঘ ২৮.খ ২৯.ঘ ৩০.ক ৩১.গ ৩২.খ ৩৩.ঘ ৩৪.ঘ ৩৫.খ।

নবম-দশম শ্রেণি শিক্ষার্থী পড়াশোনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম