এসএসসি পরীক্ষা ২০২৩ প্রস্তুতি
বাংলা প্রথমপত্র
ড. সনজিত পাল
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা
কপোতাক্ষ নদ
-মাইকেল মধুসূদন দত্ত
অনুধাবন প্রশ্ন :
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৮. ‘আর কি হে হবে দেখা?’- কবি এ সংশয় প্রকাশ করেছেন কেন?
৯. কবি কেন বঙ্গোপসাগরকে রাজা বলেছেন? কবি কেন কপোতাক্ষ নদকে প্রজা বলেছেন?
১০. কবি কপোতাক্ষ নদের কাছে কী মিনতি করছে এবং কেন?
১১. ‘প্রজারূপে...বঙ্গজ জনের কানে’- ব্যাখ্যা কর।
১২. ‘এ প্রবাসে... বঙ্গের সংগীতে’- বলতে কী বোঝানো হয়েছে?
১৩. কবি প্রবাস জীবনে কাদের প্রেমে এবং কেন মজে আছেন?
১৪. ‘সখে, সখা-রীতে’- বলতে কবি কী বুঝিয়েছেন?
১৫. কপোতাক্ষ নদ কবিতার গঠন-বৈশিষ্ট্য বর্ণনা কর।
১৬. সনেট বা চতুর্দশপদী কবিতার বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
১৭. কপোতাক্ষ নদ কবিতায় কবির অত্যুজ্জ্বল দেশপ্রেম কীভাবে প্রকাশিত হয়েছে?
১৮. কপোতাক্ষ নদ কবিতাকে কি গীতিকবিতা বলা যায়? ব্যাখ্যা কর।
সৃজনশীল প্রশ্নের দিকগুলো
১. কপোতাক্ষ নদকে কেন্দ্র করে কবির দেশপ্রেমের প্রকাশ।
২. কপোতাক্ষ নদকে কেন্দ্র করে কবির শৈশব-স্মৃতির প্রকাশ।
৩. কপোতাক্ষ নদের জলধারাকে কবির মাতৃদুগ্ধধারার সঙ্গে তুলনা।
৪. সনেট বা চতুর্দশপদী কবিতার আঙ্গিক বৈশিষ্ট্য বা গঠন বৈশিষ্ট্য বর্ণনা।
৫. কপোতাক্ষ নদকে কেন্দ্র করে কবির সংশয় প্রকাশ।
৬. কপোতাক্ষ নদের কাছে কবির মিনতি বা প্রার্থনা।
৭. বঙ্গোপসাগরের সঙ্গে কপোতাক্ষ নদের সম্পর্ক বর্ণনা।
৮. প্রবাস জীবনে থেকেও স্বদেশের জন্য কবি হৃদয়ের কাতরতা।
৯. বাংলা ভাষায় সাহিত্য রচনার কথা বর্ণনা।
১০. রাত্রিকালের স্বপ্নের মতো কপোতাক্ষ নদের জলধারার শব্দ শোনা যেন ছলনা মাত্র।
মূলদিক : কপোতাক্ষ নদকে কেন্দ্র করে স্মৃতির আবরণে অত্যুজ্জ্বল দেশপ্রেমের পরিচয়।
অনুশীলনী সৃজনশীল প্রশ্ন-১ :
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
সার্থক জনম মা গো তোমায় ভালোবেসে।
জানিনা তোর ধনরতন আছে কি না রাণীর মতন
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে।
কোন বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল
কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে
আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো
ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে।
ক. কপোতাক্ষ নদ কবিতার শেষ ছয় চরণের অন্ত্যমিল কী?
খ. ‘দুগ্ধস্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে’ বলতে কবি কী বুঝিয়েছেন?
গ. উদ্দীপকের সঙ্গে কপোতাক্ষ নদ কবিতার সাদৃশ্য বর্ণনা কর।
ঘ. উদ্দীপকটি আলোচ্য কবিতার সমগ্র ভাবের প্রতিনিধিত্ব করে কি? যুক্তি দাও।
ভূগোল ও পরিবেশ
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
মহাবিশ্ব ও আমাদের পৃথিবী
১। পৃথিবীর চারদিকে ঘিরে রয়েছে কোনটি?
ক) ছায়াপথ খ) উল্কা গ) মহাকাশ ঘ) নক্ষত্র
২। সূর্য একটি-
ক) নক্ষত্র খ) গ্রহ গ) নীহারিকা ঘ) উল্কা
৩। যেসব জ্যোতিষ্কের নিজের আলো আছে তাদের কী বলে?
ক) গ্রহ খ) নক্ষত্র গ) উপগ্রহ ঘ) গ্যালাক্সি
৪। পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব কত?
ক) প্রায় ৮ কোটি কিমি. খ) প্রায় ১২ কোটি কিমি.
গ) প্রায় ১৩ কোটি কিমি. ঘ) প্রায় ১৫ কোটি কিমি.
৫। পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?
ক) প্রক্সিমা সেন্টারাই খ) বুধ গ) সূর্য ঘ) ট্রাইটন
৬। ছায়াপথ হলো-
i) গ্যালাক্সির ক্ষুদ্র অংশ
ii) একটি মাথা ও একটি লেজবিশিষ্ট
iii) আকাশ গঙ্গা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭। বিষুব রেখার আরেক নাম কী?
ক) মকরক্রান্তি খ) কর্কটক্রান্তি
গ) কুমেরুবৃত্ত ঘ) মহাবৃত্ত
৮। সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
ক) প্রক্সিমা সেনটোরাই খ) বুধ
গ) পৃথিবী ঘ) ট্রাইটন
৯। পৃথিবী থেকে প্রক্সিমা সেনটোরাই-এর দূরত্ব কত?
ক) প্রায় ২ আলোকবর্ষ খ) প্রায় ৩.৫ আলোকবর্ষ
গ) প্রায় ৪ আলোকবর্ষ ঘ) প্রায় ৪.২ আলোকবর্ষ
১০। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত?
ক) প্রায় ৭ মি. ১৯ সে. খ) প্রায় ৮ মি. ১৯ সে.
গ) প্রায় ৯ মি. ১৭ সে. ঘ) প্রায় ৯ মি. ১৮ সে.
১১। আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত কিমি.?
ক) ২ লাখ খ) ২.৫ লাখ
গ) ৩ লাখ ঘ) ৪ লাখ
১২। নিচের কোনগুলো নক্ষত্রমণ্ডলী?
i) সপ্তর্ষি মণ্ডল ii) কালপুরুষ iii) ক্যাসিওপিয়া
নিচের কোনটি সঠিক?
ক) i খ) iii
গ) i ও ii ঘ) i, ii ও iii
১৩। গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলে?
ক) নীহারিকা খ) ছায়াপথ
গ) উল্কা ঘ) ধূমকেতু
১৪। মাথা ও লেজবিশিষ্ট জ্যোতিষ্ককে কী বলে?
ক) ধূমকেতু খ) উল্কা
গ) ছায়াপথ ঘ) নীহারিকা
১৫। মহাকাশে গ্যালাক্সির সংখ্যা কত?
ক) একশ কোটি খ) একশ মিলিয়ন
গ) একশ বিলিয়ন ঘ) এক বিলিয়ন
১৬। মহাকাশের এক অতি বিস্ময়কর জ্যোতিষ্ক কোনটি?
ক) উল্কা খ) তারকা
গ) ছায়াপথ ঘ) ধূমকেতু
১৭। হ্যালির ধূমকেতু প্রতি কত বছরে একবার দেখা যায়?
ক) ৫৬ বছরে খ) ৭৬ বছরে গ) ৮৬ বছরে ঘ) ৯৬ বছরে
উত্তর : ১.গ ২.ক ৩.খ ৪.ঘ ৫.গ ৬.খ ৭.গ ৮.ক ৯.ঘ ১০.খ ১১.গ ১২.ঘ ১৩.খ ১৪.ক ১৫.গ ১৬.ঘ ১৭.খ
