শিক্ষাক্রমে জমির মাপজোখ যুক্ত হোক
মোসাদ্দেক হোসেন
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জমি-জায়গা বা সম্পত্তি শুধু অর্থনৈতিক সম্পদ নয়, এটি প্রজন্ম থেকে প্রজন্মে চলমান পারিবারিক পরিচয় ও ঐতিহ্যেরও প্রতীক। অথচ দুঃখজনক বাস্তবতা হলো, বাপ-দাদার সম্পত্তি থাকা সত্ত্বেও বর্তমান প্রজন্মের অনেকেই জানে না তাদের জমির পরিমাণ, রেকর্ড, দলিল বা মালিকানার আইনি হিসাব কীভাবে কাজ করে। ফলে জমিসংক্রান্ত বিষয়গুলোয় মানুষকে দালালের ওপর নির্ভর করতে হয়, পড়তে হয় প্রতারণা ও মামলার ফাঁদে, এমনকি পারিবারিক কলহের মুখেও।
তথ্যপ্রযুক্তির এ যুগে মনে প্রশ্ন জাগে, কেন এখনো আমাদের শিক্ষাক্রমে জমির মাপজোখ ও সম্পত্তি বণ্টন বিষয়টি অন্তর্ভুক্ত নয়। ব্র্যাকের এক জরিপে দেখা গেছে, দেশে নাগরিক বিরোধের প্রায় ২৫ শতাংশই জমিসংক্রান্ত। অধিকাংশ ক্ষেত্রেই এসব বিরোধের সূত্রপাত হয় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির সীমানা বা মালিকানার অস্পষ্টতা থেকে।
এদিকে এ অজ্ঞতাকে পুঁজি করে গড়ে উঠেছে শক্তিশালী দালালচক্র, যারা জনগণের জমি ও অর্থ হাতিয়ে নিচ্ছে বছরের পর বছর ধরে। বাংলাদেশের প্রায় প্রতিটি ভূমি অফিসের আশপাশে সক্রিয় রয়েছে অসংখ্য দালাল। তাদের মূল টার্গেট জনগণের অজ্ঞতা। প্রতি বছর কয়েক লাখ মানুষ জমিসংক্রান্ত প্রতারণার শিকার হন। অনেকে জীবনের সঞ্চিত অর্থ হারান শুধু জমির সঠিক হিসাব না জানার কারণে। দেখা যায়-যারা শিক্ষিত, তারাও জমির দলিল, রেকর্ড বা জরিপের বিষয়গুলো বোঝেন না। ফলে দালালের ওপর নির্ভর করে শেষ পর্যন্ত প্রতারিত হন। অজ্ঞতার এ মাশুল শুধু অর্থনৈতিক নয়, এটি সামাজিক স্থিতিশীলতাকেও নষ্ট করছে।
ইসলামে মিরাস বা উত্তরাধিকার বণ্টনের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা মিরাস বা সম্পত্তি বণ্টন শেখো এবং অন্যকে শেখাও, কেননা এটি জ্ঞানের অর্ধেক। কুরআনের সুরা আন নিসায় উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বণ্টনের যে বিস্তারিত দিকনির্দেশনা রয়েছে, তা আমাদের শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হলে ছাত্রছাত্রীরা ন্যায়বিচার ও দায়িত্ববোধের শিক্ষা পেত। এক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে জমির মাপজোখ ও সম্পত্তি বণ্টন নামে একটি অধ্যায় বা আলাদা পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করা যেতে পারে। সেখানে শেখানো হবে শতক, কাঠা, বিঘা, একর ইত্যাদি পরিমাপের একক, মৌলিক ভূমি জরিপ ও নকশা বা মানচিত্র বোঝার পদ্ধতি, দলিল যাচাই ও রেকর্ড সংশোধনের প্রক্রিয়া এবং ইসলামি ও আইনগত উত্তরাধিকার বণ্টনের সূত্র।
যে সমাজে মানুষ নিজের সম্পত্তি সম্পর্কে সচেতন, সে সমাজে দালালের স্থান থাকে না। যদি প্রতিটি পরিবারে অন্তত একজন সদস্য জমির হিসাব বুঝে নিতে পারেন, তাহলে দেশজুড়ে প্রতারণা, মামলা ও পারিবারিক দ্বন্দ্ব ব্যাপকভাবে কমে যাবে। শিক্ষা কেবল পেশা অর্জনের মাধ্যম নয়, এটি জীবন পরিচালনার দক্ষতা অর্জনের পথও।
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়
