Logo
Logo
×

বাতায়ন

ঢাকা : এলাকার নামকরণ, কাজিমুদ্দিন সিদ্দিকী লেন

Icon

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চৌধুরী কাজিমুদ্দিন আহমদ সিদ্দিকী (১৮৭৬-১৯৩৬) ছিলেন ঢাকার বলিয়াদির জমিদার। বাংলা, ইংরেজি, উর্দু ও পারসি ভাষায় অভিজ্ঞ সিদ্দিকী সাহেব ‘ফরিয়াদ’-এ আরবি হামদ-নাত সংকলন ছাড়াও ইমাম গাজ্জালি মিনহাজুল আবেদিন ও সিরাজুস সালেকিন গ্রন্থদ্বয়ের অনুবাদক। তিনি ১৯০৮ সালে পূর্ববঙ্গ ও আসাম মুসলিম লীগের সভাপতি ছিলেন। নওয়াব সলিমুল্লাহ ছিলেন তার সেক্রেটারি। কসাইটুলী এলাকায় কাজিমুদ্দিন সিদ্দিকী লেন তার নামের স্মারক। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম