|
ফলো করুন |
|
|---|---|
ইউনানি, হেকিমি, আয়ুর্বেদীয় ইত্যাদি নানা ধারায় ঢাকার চিকিৎসাব্যবস্থা বিকশিত ছিল। মুসলিম চিকিৎসকদের বলা হতো হেকিম আর হিন্দু চিকিৎসকদের ডাকা হতো বৈদ্য ও কবিরাজ নামে। ইতিহাসবিদ মুনসী রহমান আলী তায়েশ ‘তাওয়ারিখ-ই-ঢাকা’ গ্রন্থে কবিরাজদের বর্ণনা দেন। সে সময়ের প্রসিদ্ধ নিলাম্বর কবিরাজের বাড়িকে কেন্দ্র করে কবিরাজ লেন নামটির উৎপত্তি। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)
