Logo
Logo
×

বাতায়ন

এই দিনে: ২ ডিসেম্বর, ২০২৫

Icon

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১৮০৪ : নেপোলিয়ন ক্ষমতায় অধিষ্ঠিত হন।

১৮১৫ : নেপালের রাজা ও ব্রিটিশদের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত।

১৮৫২ : তৃতীয় নেপোলিয়নকে সম্রাট করে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য ঘোষিত হয়।

১৮৫৬ : ফ্রান্স ও স্পেনের সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮৫৯ : আমেরিকার দাস বিদ্রোহী ও সমাজ সংস্কারক জন ব্রাউনকে ফাঁসি দেওয়া হয়।

১৯৪২ : স্ট্যালিন গ্রাডে জার্মানির পরাজয়।

১৯৪৮ : ফ্রাঙ্ক যোসেফ অস্ট্রিয়ার রাজা হন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম