|
ফলো করুন |
|
|---|---|
১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রে দুই বোন জোয়ানা (১১) ও জ্যাকলিন (৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়। এক বছর পর তাদের মা জমজ সন্তানের জন্ম দেন : জেনিফার ও গিলিয়ান। তারপর তিনি একটি অদ্ভুত ব্যাপার লক্ষ করেন। জেনিফারের দেহে জন্মচিহ্ন ছিল জ্যাকলিনের মতোই। মা তাদের নিয়ে একটি গেম খেলেন, যেখানে জেনিফার ও গিলিয়ান খেলেছিল ঠিক সেই দৃশ্যের মতোই, যেভাবে জোয়ানা ও জ্যাকলিন মারা গিয়েছিল। অথচ আশ্চর্যের বিষয়, বাবা-মা কখনোই মেয়েদের সঙ্গে দুর্ঘটনা নিয়ে আলোচনা করেননি।
