Logo
Logo
×

বাতায়ন

ঢাকা : এলাকার নামকরণ, তাঁতীবাজার

Icon

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকায় মুসলমান তাঁতিদের বলা হতো জোলা আর হিন্দু তাঁতিদের যোগী। একসময় এ শহরে ১৬ হাজারেরও বেশি যোগী তাঁতশিল্পে জড়িত ছিল। দেশীয় মাকুতে তাঁতের মাধ্যমেই বিশ্ববিখ্যাত মসলিন বয়ন হতো। মসলিন উৎপাদন বন্ধ হলে সেখানে বিকল্প তাঁতশিল্প গড়ে ওঠে। সাবেক সিটি কপোরেশনের ৬৩নং ওয়ার্ডে অবস্থিত তাঁত বয়ন ও কাপড় বেচাকেনার বাজারসহ পুরো এলাকাটিই তাঁতীবাজার নামে পরিচিতি পায়। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম