ঢাকা : এলাকার নামকরণ, কাকরাইল
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ব্যক্তির নামকে কেন্দ্র করে ঢাকা শহরের যেসব নামকরণ হয়েছে, এর একটি হলো কাকরাইল। ১৮৮৫-১৮৮৭ সময়কাল পর্যন্ত বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন মি. এইচএ ককরেল। তিনি এ সময় ঢাকায় তার দায়িত্ব পালন করেন। তার নামের স্মৃতিকে ধারণ করে আবাসবাটি এলাকাটি তার নামে নামকরণ হয়ে যায় কাকরাইল। বাংলাদেশের সামাজিক-সাংস্কৃতিক ধারায় ককরেলের সঙ্গে বাংলা ‘আল’ বা ‘আইল’ যুক্ত হয়ে নামটি হয়েছে কাকরাইল। উল্লেখ্য, ভূমি রাজস্ব ব্যবস্থাপনায় কাকরাইল এবং বাজে কাকরাইল নামে দুটি এলাকা রয়েছে। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)
