Logo
Logo
×

বাতায়ন

ঢাকা : এলাকার নামকরণ, কাকরাইল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা : এলাকার নামকরণ, কাকরাইল

ছবি: সংগৃহীত

ব্যক্তির নামকে কেন্দ্র করে ঢাকা শহরের যেসব নামকরণ হয়েছে, এর একটি হলো কাকরাইল। ১৮৮৫-১৮৮৭ সময়কাল পর্যন্ত বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন মি. এইচএ ককরেল। তিনি এ সময় ঢাকায় তার দায়িত্ব পালন করেন। তার নামের স্মৃতিকে ধারণ করে আবাসবাটি এলাকাটি তার নামে নামকরণ হয়ে যায় কাকরাইল। বাংলাদেশের সামাজিক-সাংস্কৃতিক ধারায় ককরেলের সঙ্গে বাংলা ‘আল’ বা ‘আইল’ যুক্ত হয়ে নামটি হয়েছে কাকরাইল। উল্লেখ্য, ভূমি রাজস্ব ব্যবস্থাপনায় কাকরাইল এবং বাজে কাকরাইল নামে দুটি এলাকা রয়েছে। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)

কাকরাইল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম