Logo
Logo
×

বাতায়ন

ঢাকা : এলাকার নামকরণ, কসাইটুলী

Icon

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা শহরের প্রাচীন এলাকাগুলোর একটি হলো কসাইটুলী। আরবি ভাষায় কসসাব শব্দের অর্থ কসাই। কসসাব শব্দটি অপভ্রংশ হয়ে হয়েছে কসাই। আর টুলী অর্থ হলো বসতি। ঢাকায় নগর পত্তনের সময় পেশাদার যে শ্রেণিটি গোশত সরবরাহের কাজ করত, তাদের বসত এলাকাটিই কসাইটুলী নামে পরিচিত। এ এলাকায় একটি প্রাচীন মসজিদ কসাইটুলী জামে মসজিদ নামে পরিচিত। অবশ্য মসজিদটির পরিচিতিতে তারা ঠিকই মূল আরবি নামটি অর্থাৎ ‘কসসাবটুলী জামে মসজিদ’ ব্যবহার করেছেন। মসজিদ কমিটির সেক্রেটারি সাখি সুলতান ছিলেন খ্যাতিমান ঢাকা গবেষক ও ঢাকার প্রতিভূ। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম