Logo
Logo
×

বাতায়ন

স্মরণ: ড্যানিয়েল ডিফো

Icon

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

একাধারে ব্যবসায়ী, লেখক, সাংবাদিক, প্যাম্ফলেট রচয়িতা এবং গোয়েন্দা ড্যানিয়েল ডিফো ১৬৫৯ থেকে ১৬৬০ সালের মধ্যে ইংল্যান্ডের লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি ইংরেজি উপন্যাস ও অর্থনৈতিক সাংবাদিকতার প্রবক্তা বলেও বিবেচিত ছিলেন। বহুমুখী প্রতিভার এই মানুষটির সাহিত্যেও এর প্রতিফলন ঘটেছে। রাজনীতি, অপরাধ, ধর্ম, বিয়ে, মনোবিদ্যা, অতিপ্রাকৃতিকসহ বিভিন্ন বিষয়ে তার রচনার সংখ্যা পাঁচ শতাধিক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম