Logo
Logo
×

রাজধানী

ইউটিউবার সালাহউদ্দিন সুমন বর্ষসেরা ট্র্যাভেল ভ্লগার নির্বাচিত

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৫:৪০ এএম

ইউটিউবার সালাহউদ্দিন সুমন বর্ষসেরা ট্র্যাভেল ভ্লগার নির্বাচিত

বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার এবং ভ্রমণ কন্টেন্ট  নির্মাতা সালাহউদ্দিন সুমন ‘মার্ভেল বি উইথ ইউ – মার্ভেল অফ টুমরো ’ কর্তৃক ‘সেরা ট্র্যাভেল ভ্লগার অফ দ্য ইয়ার ২০২৫’ পুরস্কারে ভূষিত হয়েছেন।

শুক্রবার (২০ জুন) র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

এই আয়োজনে ভ্রমণ, বিমান চলাচল এবং গণমাধ্যম খাতের অনেক বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

বাংলাদেশের ট্রাভেল ইউটিউবারদের মধ্যে সর্বাধিক অনুসৃত  সুমন, বিশ্বজুড়ে ভ্রমণ কাহিনী ও ভিজ্যুয়াল ডকুমেন্টেশনে তার অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার লাভ করেন।

পুরস্কার গ্রহণ করে সুমন তার অনুভূতি প্রকাশ করে বলেন, এই ধরনের স্বীকৃতি পাওয়া সবসময়ই এক অসাধারণ অনুভূতি। এই পুরস্কার আমাকে বিশ্ব অন্বেষণ এবং আমার দর্শকদের জন্য আরও স্বতন্ত্র  ভ্রমণ ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। তিনি আয়োজক কমিটি এবং অনুষ্ঠানে উপস্থিত টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশের মহাব্যবস্থাপক ইসলাম গুরের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তাকে টার্কিশ এয়ারলাইনসে ব্রান্ড প্রমোশনের সুযোগ করে দেওয়ার জন্য।  

সুমনের প্রশংসা করে ‘মার্ভেল বি উইথ ইউ’ এর সিইও ব্রিতী সাবরিন খান বলেন, আমরা গর্বিত যে দর্শকরা সঠিক ব্যক্তিকে বেছে নিয়েছেন। সালাহউদ্দিন সুমন একজন ট্র্যাভেল ভ্লগার হিসেবে তার নিষ্ঠা, সৃজনশীলতা এবং বৈশ্বিক প্রভাবের জন্য সত্যিই এই সম্মানের যোগ্য।

অনুষ্ঠানটি বাংলাদেশের ডিজিটাল স্টোরিটেলিংয়ের ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখা কনটেন্ট নির্মাতা ও উদ্ভাবকদের এক প্রাণবন্ত উদযাপনের মাধ্যমে শেষ হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম