Logo
Logo
×

যুক্তরাজ্য

যুক্তরাজ্য

সিনাগগে ছুরি ও গাড়ি নিয়ে হামলা, সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৭:১৬ পিএম

সিনাগগে ছুরি ও গাড়ি নিয়ে হামলা, সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত

ম্যানচেস্টারে সিনাগগের বাইরে ঘটে যাওয়া ঘটনার পর জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। ছবি: আল-জাজিরা

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে এক সিনাগগে ছুরি হামলা ও গাড়ি চাপার ঘটনায় চারজন আহত হয়েছেন। পুলিশ এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে। হামলাকারী সন্দেহে এক ব্যক্তিকে গুলি করেছে সশস্ত্র পুলিশ।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশ জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে ক্রাম্পসল এলাকার হিটন পার্ক হিব্রু কংগ্রেগেশন সিনাগগে এ হামলার ঘটনা ঘটে। প্রথমে একটি গাড়ি জনতার ওপর উঠিয়ে দেওয়া হয়, এরপর এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়।

পুলিশের তথ্যমতে, সকাল ৯টা ৩৮ মিনিটে অভিযানে গুলি চালানো হয়। ‘একজনকে গুলি করা হয়েছে, তিনি হামলাকারী বলে বিশ্বাস করা হচ্ছে,’ জানিয়েছে পুলিশ। তিন মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে যায় অ্যাম্বুলেন্স কর্মীরা। তারা গাড়ি চাপা ও ছুরিকাঘাতে আহত চারজনকে চিকিৎসা দেন।

হামলার সময় ইহুদি সম্প্রদায়ের পবিত্রতম দিন ইয়োম কিপ্পুর পালিত হচ্ছিল। সাধারণত এই দিনে সিনাগগগুলো ভিড় বেশি থাকে। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কোপেনহেগেনে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের সম্মেলন ছেড়ে তড়িঘড়ি দেশে ফেরেন। তিনি এক বিবৃতিতে বলেন, ক্রাম্পসলের সিনাগগে এ হামলা ভয়াবহ। ইয়োম কিপ্পুরের দিনে এমন ঘটনা আরও শোকাবহ। ক্ষতিগ্রস্তদের পরিবারকে সমবেদনা জানাই এবং জরুরি সেবাদানকারীদের ধন্যবাদ জানাই।

গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম জানান, আহতদের একজন নিরাপত্তাকর্মী। তার ভাষায়, ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা বাহিনীর তৎপরতাই আরও বড় বিপদ এড়িয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সশস্ত্র পুলিশ সিনাগগের বাইরে মাটিতে পড়ে থাকা এক ব্যক্তিকে ঘিরে রেখেছে এবং চারপাশের মানুষকে সরে যেতে বলছে। সন্দেহভাজন ব্যক্তি উঠতে চাইলে গুলির শব্দ শোনা যায় এবং তিনি আবার মাটিতে পড়ে যান। অন্য এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় মাটিতে অচল পড়ে থাকতে দেখা গেছে।

পুলিশের বিশেষ বাহিনী, ডজনখানেক পুলিশ ভ্যান, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে ছুটে আসে। আকাশে চক্কর দেয় হেলিকপ্টার।

ডেভ রিচ, যুক্তরাজ্যে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থা কমিউনিটি সিকিউরিটি ট্রাস্ট (সিএসটি)-এর এক কর্মকর্তা বলেন, ইয়োম কিপ্পুর ইহুদি বছরের সবচেয়ে পবিত্র দিন। খ্রিস্টানদের জন্য যেমন বড়দিন, ইহুদিদের জন্য এটি তেমনই দিন, তবে এটি আনন্দ নয়, বরং উপবাস ও গম্ভীরতার দিন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম