ব্যাচেলর পার্টির প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
যুগলদের নিয়ে দিবসের যেন শেষ নেই। আর সেগুলো উদযাপনও হয় মহা ধুমধামে। শুধু এক ফেব্রুয়ারি মাসেই রোজ ডে থেকে ভ্যালেনটাইন ডে-পর্যন্ত ভালোবাসার মানুষকে নিয়ে উদযাপনের কতগুলো দিবস দেখা যায়। তবে সিঙ্গেলরা যেন সব দিক দিয়েই বঞ্চিত। ভালোবাসার অনুভূতি যেমন তাদের ধরা দেয় না, তেমনি একা জীবনে কোনো উদ্দীপনা ছাড়াই কাটিয়ে দিতে হয় দিনগুলো।
তবে ব্যচেলররা চাইলে আজকের দিনটি উদযাপন করতে পারেন। বিশ্ব ব্যাচেলর দিবস আজ ১১ নভেম্বর। কিছুটা সান্ত্বনা দেওয়ার জন্য হলেও যারা এখনো ভালোবাসার কোনো সম্পর্কে জড়াতে পারেননি, তারা ১১ নভেম্বর ব্যাচেলর দিবস হিসেবে পালন করতে পারেন।
যদিও যুক্তরাষ্ট্রে সিঙ্গেল দিবস হিসেবে পালন করা হয় ২৩ সেপ্টেম্বরকে; শুরুতে ১ জানুয়ারিকে পালন করা হতো।
তবে এখন অনেকেই ১১ নভেম্বরকে সিঙ্গেল দিবস হিসেবে পালন করছেন।
দিনটি ‘সিঙ্গেল দিবস’ হিসেবে অধিক পরিচিতি পেলেও এটির শুরুটা হয়েছিল ‘ব্যাচেলর দিবস’ নামে। ১৯৯০ সালে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এটি চালু হয়।
নভেম্বর ইংরেজি বর্ষের ১১তম মাস। ফলে সব মিলিয়ে এতে আছে চারটি এক : ১১-১১। প্রতিটি এক আসলে একক ব্যক্তির প্রতিনিধিস্বরূপ। অর্থাৎ পাশাপাশি থেকেও যে একা থাকা যায়, ১১ নভেম্বর যেন তা-ই বোঝাচ্ছে।
তাই ব্যাচেলররা আজকের দিনটি পালন করতে পারেন। ব্যাচেলর বন্ধুরা মিলে আজকে পার্টিরও আয়োজন করা যেতে পারে।

