Logo
Logo
×

ভারত

আগুন থেকে বাঁচতে বহুতল ভবন থেকে ঝাঁপ, দিল্লিতে বাবা ও দুই সন্তানের মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১০:০২ পিএম

আগুন থেকে বাঁচতে বহুতল ভবন থেকে ঝাঁপ, দিল্লিতে বাবা ও দুই সন্তানের মৃত্যু

দিল্লির দ্বারকার সেক্টর-১৩ এলাকার শাপথ সোসাইটির একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল আনুমানিক ৯টা ৫৮ মিনিটে ভবনের অষ্টম ও নবম তলায় আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় আটকা পড়ে ৩৫ বছর বয়সি যশ যাদব ও তার দুই সন্তান (বয়স ১০ ও ১২ বছর) বাঁচার চেষ্টায় ভবন থেকে নিচে ঝাঁপ দেন।

এ মর্মান্তিক দৃশ্য আশেপাশের লোকজন ভিডিওতে ধারণ করেন, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর এনডিটিভির। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন এতো দ্রুত ছড়িয়ে পড়ে যে ওপরের তলায় থাকা বাসিন্দারা বের হতে পারেননি। যশ যাদব ও তার সন্তানদের দেখা যায় ব্যালকনির কিনারায় দাঁড়িয়ে সাহায্যের জন্য ইশারা করতে। পরে একে একে তিনজনই নিচে লাফিয়ে পড়েন। এর মধ্যে একজন একটি নিচতলার কার্নিশে ধাক্কা খান।

ঘটনার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এবং একটি স্কাইলিফট ঘটনাস্থলে পাঠানো হয়। যশ যাদবের স্ত্রী এবং বড় ছেলে অগ্নিকাণ্ড থেকে প্রাণে বেঁচে যান এবং তাদের আইজিআই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুই শিশুকে নিকটবর্তী আকাশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। যশ যাদবের মৃত্যু ঘটে আইজিআই হাসপাতালে। তিনি ফ্লেক্স বোর্ডের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

সকল বাসিন্দাকে শাপথ সোসাইটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ভবনের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে।

একজন স্থানীয় বাসিন্দা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, নিচের তলার লোকেরা তাড়াতাড়ি বেরিয়ে যেতে পেরেছিলেন। কিন্তু ওপরের তলায় থাকা মানুষদের জন্য পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। আমরা দেখেছি, অনেকেই ব্যালকনিতে উঠে সাহায্যের জন্য হাত নাড়াচ্ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম