Logo
Logo
×

আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্প

আমদানি শুল্ক থেকে বছরে ১ ট্রিলিয়ন ডলার আয় করবে যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ পিএম

আমদানি শুল্ক থেকে বছরে ১ ট্রিলিয়ন ডলার আয় করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন যে আমদানি শুল্ক আরোপ করেছে তা দেশকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি বছরে ১ ট্রিলিয়ন ডলারের বেশি আয় এনে দিতে পারে। 

ওয়ান আমেরিকা নিউজ টেলিভিশন চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, নতুন শুল্ক থেকে রাজস্ব সংগ্রহ শুরু হয়েছে এবং ভবিষ্যতে তা বছরে ১ ট্রিলিয়ন ডলারের পর্যায়ে পৌঁছাতে পারে। 

গত মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ৮০তম সেশনে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র সকল দেশের সঙ্গে ব্যবসা করতে প্রস্তুত, তবে শর্ত হলো ন্যায়সঙ্গতা এবং পরস্পরের সমান অধিকার বজায় রাখা হবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতে, বিশ্বব্যাপী অধিকাংশ দেশের ওপর যে শুল্ক আরোপ করা হয়েছে তা মূলত একটি সুরক্ষামূলক ব্যবস্থা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম