Logo
Logo
×

আন্তর্জাতিক

ইতিহাস গড়া মেয়র মামদানির আবেগঘন বার্তা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ০৪:০২ পিএম

ইতিহাস গড়া মেয়র মামদানির আবেগঘন বার্তা

নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি ও তার স্ত্রী রামা দুয়াজি। ছবি: সংগৃহীত

নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। নির্বাচনে জয়ের পর তিনি ধন্যবাদ জানিয়েছেন তার মা–বাবা ও স্ত্রীকে।

জয়ী ঘোষণার পর আবেগঘন ভাষণে মামদানি বলেন, ‘আজ আমি যে মানুষ হয়েছি, তা তোমাদের জন্যই। তোমাদের সন্তান হতে পেরে আমি গর্বিত।’

স্ত্রী রামাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এ মুহূর্তে এবং জীবনের প্রতিটি মুহূর্তে তোমাকে পাশে চাই। এটাই আমার সবচেয়ে প্রিয় সময়।’

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মামদানি মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে নিউইয়র্ক নগরের ১১১তম মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে ইতিহাস গড়েছেন। 

এই জয়ের মাধ্যমে মামদানি শুধু নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়রই নন, তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত ও আফ্রিকায় জন্ম নেওয়া অভিবাসী, যিনি নগরটির নেতৃত্বে এলেন। এ ছাড়া, এক শতাব্দীর মধ্যে সবচেয়ে কমবয়সী মেয়রও তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম