Logo
Logo
×

আন্তর্জাতিক

অসুস্থ মালয়েশিয়া প্রবাসীর পরিচয় শনাক্তে সহযোগিতা চায় বাংলাদেশ হাইকমিশন

Icon

আহমাদুল কবির, কুয়ালালামপুর

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১০:৪১ পিএম

অসুস্থ মালয়েশিয়া প্রবাসীর পরিচয় শনাক্তে সহযোগিতা চায় বাংলাদেশ হাইকমিশন

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশ্যে জরুরি বার্তা দিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। 

বার্তায় বলা হয়, গত ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৫টা ৩০ মিনিটে হাইকমিশনের প্রধান ফটকের সামনে এক বাংলাদেশিকে অচেতন ও অসুস্থ অবস্থায় পাওয়া যায়। তার সঙ্গে কোনো পরিচয়পত্র (পাসপোর্ট, এনআইডি) বা মোবাইল ফোন ছিল না।

পরে হাইকমিশনের উদ্যোগে তাকে দ্রুত কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের বরাত দিয়ে হাইকমিশন জানিয়েছে, ওই ব্যক্তি মানসিকভাবে অসুস্থ এবং এখনো স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। নিজের নাম কিংবা পরিচয়ও জানাতে পারেননি। তার হাত ও পায়ে আঘাতের চিকিৎসা চলছে।

হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে নিয়মিতভাবে হাসপাতাল ও চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

বাংলাদেশ হাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানিয়ে বলেছে, যদি কারো কাছে উক্ত ব্যক্তির বিষয়ে কোনো তথ্য থাকে বা তার আত্মীয়-স্বজনের পরিচয় জানা থাকে, অনুগ্রহ করে দ্রুত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম