Logo
Logo
×

আন্তর্জাতিক

পাহাংয়ে কসমা প্লান্টেশন পরিদর্শনে হাইকমিশনার

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম

পাহাংয়ে কসমা প্লান্টেশন পরিদর্শনে হাইকমিশনার

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী, ১ নভেম্বর পাহাং রাজ্যের ‘কসমা প্লান্টেশন’ পরিদর্শন করেন। প্রতিষ্ঠানটির আমন্ত্রণে তিনি কোম্পানি কর্তৃপক্ষ ও বাংলাদেশি কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

কসমা প্লান্টেশনের কর্মীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন হাইকমিশনার। বর্তমানে প্লান্টেশনটিতে পাঁচ শতাধিক বাংলাদেশি কর্মী কর্মরত আছেন।

পরিদর্শনকালে তিনি কোম্পানির চেয়ারম্যান দাতো হাজী জামরি বিন হাজী মোহাম্মদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কর্মীদের আবাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে কোম্পানির মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় হাইকমিশনার বাংলাদেশি কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন।

সভায় বাংলাদেশ হাইকমিশনের দূতালয় প্রধান প্রণব কুমার ভট্টাচার্য্য এবং প্রথম সচিব (শ্রম) এএসএম জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম