যুগান্তর ডেস্ক ০৪ জানুয়ারি ২০১৯, ১৩:৫৪ | অনলাইন সংস্করণ
মহাকাশে ইরানের রকেট উৎক্ষেপণ ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে মার্কিন হুশিয়ারিকে প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। বৃহ্স্পতিবার তিনি বলেন, ইরান জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন করছে না।
এর আগে ইরানের তিনটি পরিকল্পিত মহাকাশযান উৎক্ষেপণের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আগাম হুশিয়ারি জারি করেছেন। তিনি বলেন, এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন। কারণ দেশটির হাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে।
কিন্তু জাভেদ জারিফ বলছেন, মহাকাশে রকেট উৎক্ষেপণ ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন নয়। আর এ বিষয়ে মন্তব্য করার যোগ্যতা রাখে না যুক্তরাষ্ট্র। কারণ তারা আগেই এ প্রস্তাব লঙ্ঘন করে আছে।
২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হয়। এরই ধারাবাহিকতায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাব পাস হয় এবং তাতে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি ও পরীক্ষা নিষিদ্ধ করা হয়।
ইরান সবসময় বলে আসছে, তারা কখনও পরমাণু অস্ত্র তৈরি করেনি এবং করবেও না।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯