যুগান্তর ডেস্ক ২০ জানুয়ারি ২০১৯, ১৫:৪৯ | অনলাইন সংস্করণ
সিরিয়ার রাজধানী দামেস্কে একটি সামরিক গোয়েন্দা কার্যালয়ের কাছেই ব্যাপক বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এটিকে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে।
ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শহরের উত্তরাঞ্চলে একটি নিরাপত্তা শাখার কাছেই এ বিস্ফোরণ ঘটে। এতে বেশ কয়েজন নিহত ও আহত হয়েছেন। তবে হতাহতের সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি।
আগে থেকে পেতে রাখা বোমা নাকি আত্মঘাতী হামলায় এ বিস্ফোরণ ঘটেছে তাও পরিষ্কার হওয়া যায়নি।
এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, দামেস্কোর দক্ষিণাঞ্চলীয় মহাসড়কের কাছ থেকে এ বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথম প্রতিবেদনে এটিকে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
গত সাত বছর ধরে চলা সিরিয়ায় গৃহযুদ্ধে তিন লাখ ৬০ হাজার লোক নিহত হয়েছেন। এ ছাড়া আরও কয়েক লাখ লোক ঘরবাড়ি থেকে বিতাড়িত হয়েছেন।
রাশিয়ার সামরিক বাহিনীর সহায়তা বিদ্রোহীদের কাছ থেকে দেশটির বড় একটি অংশ প্রেসিডেন্ট বাশার আল আসাদ নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। বর্তমানে সিরিয়ার দুই-তৃতীয়াংশ অঞ্চল সিরীয় সামরিক বাহিনীর অধীনে রয়েছে।
অবজারভেটরি প্রধান রামি আবদেল রহমান বলেন, গত এক বছরের মধ্যে এই প্রথম দামেস্ক থেকে বড় ধরনের কোনো বিস্ফোরণ শোনা গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯