অষ্ট্রেলিয়ায় সিনেটরের মাথায় ডিম ভাঙল তরুণ
মসজিদে হামলা নিয়ে বিরূপ মন্তব্যের জের
যুগান্তর ডেস্ক
১৭ মার্চ ২০১৯, ১৫:০৩:৫৯ | অনলাইন সংস্করণ
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলা বিষয়ে অস্ট্রেলিয়ার কট্টর ডানপন্থী সিনেটর ফ্রেজার অ্যানিং মুসলিমবিদ্বেষী মন্তব্য করায় তার মাথায় ডিম ভেঙেছেন এক তরুণ।
সিনেটর অ্যানিংও অবশ্য সঙ্গে সঙ্গে ওই তরুণকে একাধিক চড়থাপ্পড়, কিলঘুষি মেরেছেন। গত শনিবারের এ ঘটনা ঘটে। খবর নিউইয়র্ক টাইমসের।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের সিনেটের ফ্রেজার অ্যানিংকে পরে এক নিরাপত্তা কর্মকর্তা সরিয়ে নেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনও অ্যানিংয়ের মুসলিমবিদ্বেষী মন্তব্যের কঠোর নিন্দা করেছেন। শনিবাল পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের যৌথ সমর্থনে অ্যানিংয়ের মন্তব্যের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব ঘোষণা করেন মরিসন।
মুসলিমবিদ্বেষী ওই সিনেটর বলেন, ক্রাইস্টচার্চ হামলার পেছনে দায়ী মূলত মুসলিম অভিবাসন। তিনি প্রশ্ন রাখেন, মুসলিম অভিবাসন ও সহিংসতা যে অঙ্গাঙ্গি জড়িত, ক্রাইস্টচার্চ হামলার পরও কি কেউ তা অস্বীকার করতে পারবে?
সঙ্গে সঙ্গে নিন্দার ঝড় বয়ে যায় সারা বিশ্বে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মেলবোর্নের মুরাবিন আবাসিক এলাকায় গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক তরুণ অ্যানিংয়ের মাথায় একটি ডিম ভাঙেন। এ সময় গণমাধ্যমের ক্যামেরা চলছিল এবং ওই তরুণ নিজেও এই কাজ করার আগে তার ক্যামেরার ভিডিও রেকর্ডিং চালু করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মসজিদে হামলা নিয়ে বিরূপ মন্তব্যের জের
অষ্ট্রেলিয়ায় সিনেটরের মাথায় ডিম ভাঙল তরুণ
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলা বিষয়ে অস্ট্রেলিয়ার কট্টর ডানপন্থী সিনেটর ফ্রেজার অ্যানিং মুসলিমবিদ্বেষী মন্তব্য করায় তার মাথায় ডিম ভেঙেছেন এক তরুণ।
সিনেটর অ্যানিংও অবশ্য সঙ্গে সঙ্গে ওই তরুণকে একাধিক চড়থাপ্পড়, কিলঘুষি মেরেছেন। গত শনিবারের এ ঘটনা ঘটে। খবর নিউইয়র্ক টাইমসের।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের সিনেটের ফ্রেজার অ্যানিংকে পরে এক নিরাপত্তা কর্মকর্তা সরিয়ে নেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনও অ্যানিংয়ের মুসলিমবিদ্বেষী মন্তব্যের কঠোর নিন্দা করেছেন। শনিবাল পার্লামেন্টে সরকারি ও বিরোধী দলের যৌথ সমর্থনে অ্যানিংয়ের মন্তব্যের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব ঘোষণা করেন মরিসন।
মুসলিমবিদ্বেষী ওই সিনেটর বলেন, ক্রাইস্টচার্চ হামলার পেছনে দায়ী মূলত মুসলিম অভিবাসন। তিনি প্রশ্ন রাখেন, মুসলিম অভিবাসন ও সহিংসতা যে অঙ্গাঙ্গি জড়িত, ক্রাইস্টচার্চ হামলার পরও কি কেউ তা অস্বীকার করতে পারবে?
সঙ্গে সঙ্গে নিন্দার ঝড় বয়ে যায় সারা বিশ্বে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মেলবোর্নের মুরাবিন আবাসিক এলাকায় গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এক তরুণ অ্যানিংয়ের মাথায় একটি ডিম ভাঙেন। এ সময় গণমাধ্যমের ক্যামেরা চলছিল এবং ওই তরুণ নিজেও এই কাজ করার আগে তার ক্যামেরার ভিডিও রেকর্ডিং চালু করেন।