গরুর গুঁতোয় পাঁজর ভাঙল বিজেপি এমপির
গরু নিয়ে মাতামাতির শীর্ষে রয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। সেই বিজেপি পার্টিরই এক এমপি রাস্তায় গরুর গুঁতো খেয়ে পাঁজর ভেঙে হাসপাতালে।
আহত ওই এমপির নাম লীলাধর বাঘেলা। তিনি গুজরাটপ্রদেশের একটি আসন থেকে নির্বাচিত লোকসভার এমপি।
তিনি এখন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
চিকিৎসকরা জানিয়েছেন, লীলাধরের পাঁজরের দুটি হাড় ভেঙে গেছে। তার মাথায় রক্ত জমাট বেঁধেছে। এই ঘটনার পর গান্ধীনগর পৌরসভা কর্তৃপক্ষ রাস্তায় থাকা ৪৪টি গরু ধরে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশেই রাস্তার একটি গরুকে রুটি খাওয়াতে গিয়েছিলেন লীলাধর। কিন্তু আচমকাই গরুটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে শিং দিয়ে গুঁতোতে শুরু করে।
তাকে উদ্ধার করে স্থানীয় গান্ধীনগর বেসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় অন্য আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গরুর গুঁতোয় পাঁজর ভাঙল বিজেপি এমপির
গরু নিয়ে মাতামাতির শীর্ষে রয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। সেই বিজেপি পার্টিরই এক এমপি রাস্তায় গরুর গুঁতো খেয়ে পাঁজর ভেঙে হাসপাতালে।
আহত ওই এমপির নাম লীলাধর বাঘেলা। তিনি গুজরাটপ্রদেশের একটি আসন থেকে নির্বাচিত লোকসভার এমপি।
তিনি এখন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
চিকিৎসকরা জানিয়েছেন, লীলাধরের পাঁজরের দুটি হাড় ভেঙে গেছে। তার মাথায় রক্ত জমাট বেঁধেছে। এই ঘটনার পর গান্ধীনগর পৌরসভা কর্তৃপক্ষ রাস্তায় থাকা ৪৪টি গরু ধরে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশেই রাস্তার একটি গরুকে রুটি খাওয়াতে গিয়েছিলেন লীলাধর। কিন্তু আচমকাই গরুটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে শিং দিয়ে গুঁতোতে শুরু করে।
তাকে উদ্ধার করে স্থানীয় গান্ধীনগর বেসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় অন্য আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়।