যুগান্তর ডেস্ক ০৩ আগস্ট ২০১৯, ২০:২৫ | অনলাইন সংস্করণ
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনায় আহত এবং নিহতদের পরিবার হজ পালনের উদ্দেশে সৌদি আরব পৌঁছেছেন।
শুক্রবার জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বহনকারী বিমানটি অবতরণ করে।
সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের বিশেষ আমন্ত্রণে হজ পালনের জন্য তারা সৌদির রাজকীয় মেহমানের মর্যাদা পেয়েছেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আনাদলু এজেন্সি জানিয়েছে, ক্রাইস্টচার্চে হামলায় হতাহতদের পরিবারের সদস্যরা বিমান থেকে অবতরণ করলে জেদ্দা বিমানবন্দরের পাসপোর্ট পরিচালক আল আকিদ সুলেমান ইউসুফ হজযাত্রীদের অভ্যর্থনা জানান।
তিনি জানান, নিউজিল্যান্ড থেকে প্রথম ফ্লাইটে আগত হজযাত্রীরা সহজেই সৌদিতে প্রবেশ করেছেন।
বিমানবন্দরের পাসপোর্ট পরিচালক আরও জানান, খাদেমুল হারামাইনিশ শারিফাইন (পবিত্র দুই মসজিদের তত্ত্বাবধায়ক) বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ খুব গুরুত্বের সঙ্গে নিউজিল্যান্ডের মেহমানদের প্রতি মনোযোগ দিয়েছেন এবং তাদের যথোপযুক্ত সেবা প্রদান করতে দায়িত্বশীলদের সবরকমের প্রস্তুতির নির্দেশ প্রদান করেছেন।
তারা যেন কাগজপত্র সংক্রান্ত কোনো হয়রানির শিকার না হন সে ব্যাপারেও বাদশাহ সালমান সতর্ক করেছেন।
সৌদিতে নিযুক্ত কিউই রাষ্ট্রদূত জেমস মোনরো বলেন,মসজিদে হামলায় শাহাদাতবরণকারীদের পরিবার এবং আহতদেরকে বাদশাহর এমন আমন্ত্রণ নিউজিল্যান্ড সরকার এবং জনগণের জন্য অত্যন্ত সম্মানের। এরকম ব্যতিক্রমধর্মী উদারতার জন্য সৌদি বাদশাহর প্রতি আমরা কৃতজ্ঞ।
প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলা চালায় অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ জঙ্গি ব্রেনটন ট্যারেন্ট।
এ হামলায় ৫১ জন নামাজরত মুসলমান নিহত হন। এ ছাড়া হামলায় ২০ জনের বেশি আহত হন।
ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের ২০০ জনকে রাজকীয় মেহমান হিসেবে পবিত্র হজ পালনের ঘোষণা দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯