মালয়েশিয়ায় বাংলাদেশিকে কুপিয়ে হত্যা
মালয়েশিয়া প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৮:১৪ | অনলাইন সংস্করণ
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী সেগামবুট ডালাম এলাকায় মো. শামীম (৩৩) নামে এক বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার সকালে একটি প্রাইভেটকার থেকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
পাসপোর্টের তথ্য অনুযায়ী শামীমের বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জের আকলমেঘ এলাকায়। তার বাবার নাম মো. মুকলেস। তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতেন বলে জানা গেছে।
নিহত শামীমের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানায়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মালয়েশিয়ায় বাংলাদেশিকে কুপিয়ে হত্যা
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী সেগামবুট ডালাম এলাকায় মো. শামীম (৩৩) নামে এক বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার সকালে একটি প্রাইভেটকার থেকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
পাসপোর্টের তথ্য অনুযায়ী শামীমের বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জের আকলমেঘ এলাকায়। তার বাবার নাম মো. মুকলেস। তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতেন বলে জানা গেছে।
নিহত শামীমের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে পুলিশ জানায়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।