কাশ্মীর নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে ইমরান খানের বৈঠক
যুগান্তর ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪২:৩৫ | অনলাইন সংস্করণ
কাশ্মীর ইস্যু নিয়ে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠককরেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
বৃহস্পতিবার সৌদি আরব পৌঁছানোর পরপরই সৌদি যুবরাজের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এ বৈঠক অনুষ্ঠিত হয়। খবর জিয়ো নিউজ উর্দূর।
সৌদি সিংহাসনের এ উত্তরাধিকারের সঙ্গে বৈঠকে ইমরান খান অধিকৃত কাশ্মীরের অস্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন। উপত্যকাটির পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের চেষ্টার অংশ হিসেবে সৌদি সফরে গিয়েছেন তিনি।
এর আগে ইমরান খান সৌদি আরব পৌঁছালে মক্কার গভর্নর খালেদ আল ফয়সাল বিন আব্দুল আজিজ তাকে বিমানবন্দরে স্বাগত জানান।
তেল স্থাপনায় হামলাকে কেন্দ্র করে ইরানের সঙ্গে সৌদির উত্তেজনার মধ্যেই দেশটিতে সফর করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ মুহূর্তে সৌদি আরবে রয়েছেন। আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া বক্তৃতায়ও কাশ্মীর প্রসঙ্গ নিয়ে আসবেন ইমরান খান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কাশ্মীর নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে ইমরান খানের বৈঠক
কাশ্মীর ইস্যু নিয়ে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
বৃহস্পতিবার সৌদি আরব পৌঁছানোর পরপরই সৌদি যুবরাজের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এ বৈঠক অনুষ্ঠিত হয়। খবর জিয়ো নিউজ উর্দূর।
সৌদি সিংহাসনের এ উত্তরাধিকারের সঙ্গে বৈঠকে ইমরান খান অধিকৃত কাশ্মীরের অস্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন। উপত্যকাটির পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণের চেষ্টার অংশ হিসেবে সৌদি সফরে গিয়েছেন তিনি।
এর আগে ইমরান খান সৌদি আরব পৌঁছালে মক্কার গভর্নর খালেদ আল ফয়সাল বিন আব্দুল আজিজ তাকে বিমানবন্দরে স্বাগত জানান।
তেল স্থাপনায় হামলাকে কেন্দ্র করে ইরানের সঙ্গে সৌদির উত্তেজনার মধ্যেই দেশটিতে সফর করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ মুহূর্তে সৌদি আরবে রয়েছেন। আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া বক্তৃতায়ও কাশ্মীর প্রসঙ্গ নিয়ে আসবেন ইমরান খান।