ভারতে নাগরিকত্ব বিল পাস হওয়ায় খুশি তসলিমা নাসরিন
অনলাইন ডেস্ক
১৪ ডিসেম্বর ২০১৯, ১০:১০:১৮ | অনলাইন সংস্করণ
ভারতে পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতি সমর্থন জানিয়েছেন নির্বাসিত ও বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।
এ বিল পাস হওয়ায় তিনি খুশি বলেও জানিয়েছেন।
শুক্রবার ইন্ডিয়া টুডে টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তসলিমা নাসরিন বলেন, ভারত তার মুসলিম জনগোষ্ঠীকে বহিষ্কার করছে না।
তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়াতে আমি খুশি হয়েছি।
তসলিমা নাসরিন বলেন, সাধারণত ক্ষুদ্র জনগোষ্ঠী উগ্রবাদীদের মাধ্যমে আক্রান্ত হয়। তবে তার চেয়ে বড় হামলার শিকার হন মুক্তচিন্তার লোকেরা, উদারবাদী এবং নাস্তিকরা। ইসলামিক সমাজ আমাদের ঘৃণা করে যখন আমরা তাদের সমালোচনা করি।
তিনি বলেন, আমার মতো নির্বাসনে থাকা লোকদেরও নাগরিকত্ব দেয়া উচিত।
সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আমার দেশকে খুব মিস করি। আমি বাংলায়ও যেতে পারি না।
প্রসঙ্গত গত বুধবার ভারতের রাজ্য সভায় নাগরিকত্ব বিল পাস হয়। এরপর থেকে ভারতজুড়ে চলছে বিক্ষোভ। পুলিশের গুলিতে পাঁচজন নিহত হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভারতে নাগরিকত্ব বিল পাস হওয়ায় খুশি তসলিমা নাসরিন
ভারতে পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতি সমর্থন জানিয়েছেন নির্বাসিত ও বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।
এ বিল পাস হওয়ায় তিনি খুশি বলেও জানিয়েছেন।
শুক্রবার ইন্ডিয়া টুডে টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তসলিমা নাসরিন বলেন, ভারত তার মুসলিম জনগোষ্ঠীকে বহিষ্কার করছে না।
তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়াতে আমি খুশি হয়েছি।
তসলিমা নাসরিন বলেন, সাধারণত ক্ষুদ্র জনগোষ্ঠী উগ্রবাদীদের মাধ্যমে আক্রান্ত হয়। তবে তার চেয়ে বড় হামলার শিকার হন মুক্তচিন্তার লোকেরা, উদারবাদী এবং নাস্তিকরা। ইসলামিক সমাজ আমাদের ঘৃণা করে যখন আমরা তাদের সমালোচনা করি।
তিনি বলেন, আমার মতো নির্বাসনে থাকা লোকদেরও নাগরিকত্ব দেয়া উচিত।
সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আমার দেশকে খুব মিস করি। আমি বাংলায়ও যেতে পারি না।
প্রসঙ্গত গত বুধবার ভারতের রাজ্য সভায় নাগরিকত্ব বিল পাস হয়। এরপর থেকে ভারতজুড়ে চলছে বিক্ষোভ। পুলিশের গুলিতে পাঁচজন নিহত হয়েছে।