করোনাভাইরাসে আক্রান্ত রোগীর ভয়ানক খিঁচুনির ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪০:০৫ | অনলাইন সংস্করণ
বিশ্বব্যাপী আতঙ্কের নাম এখন করোনাভাইরাস। চীনে প্রাণঘাতী এ ভাইরাসের আক্রান্ত হয়ে এরইমধ্যে মৃতের সংখ্যা তিনশ ছাড়িয়েছে। এছাড়া ১২ হাজার মানুষ আক্রান্ত হয়েছে।
চীনের যে উহান শহর থেকে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়েছিল সেই শহরের একটি হাসপাতাল থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওটি করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগীর বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিছানায় আপাদমস্তক মোটা কম্বলে ঢাকা এক রোগীর শরীর তীব্র খিঁচুনি দিয়ে শুধু কাঁপছে।
চীনে প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৪ জনে।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৮০ জনেরও বেশি মানুষ।
হুবেইপ্রদেশ থেকে ছড়ানো এ প্রাণঘাতী ভাইরাসে চীনের ৩১টি প্রদেশের সব এবং বিশ্বের অন্তত ২৬ দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ভাইরাস সংক্রমণের কারণে চীন ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, জাপান ও অষ্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ।
হুবেইপ্রদেশেই নতুন করে ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উহান শহরে এখন পর্যন্ত আড়াইশর বেশি মানুষ মারা গেছেন।
তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েকগুণ বেশি বলে সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানের বিদেশি শিক্ষার্থীরা জানিয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনাভাইরাসে আক্রান্ত রোগীর ভয়ানক খিঁচুনির ভিডিও ভাইরাল
বিশ্বব্যাপী আতঙ্কের নাম এখন করোনাভাইরাস। চীনে প্রাণঘাতী এ ভাইরাসের আক্রান্ত হয়ে এরইমধ্যে মৃতের সংখ্যা তিনশ ছাড়িয়েছে। এছাড়া ১২ হাজার মানুষ আক্রান্ত হয়েছে।
চীনের যে উহান শহর থেকে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়েছিল সেই শহরের একটি হাসপাতাল থেকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওটি করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগীর বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিছানায় আপাদমস্তক মোটা কম্বলে ঢাকা এক রোগীর শরীর তীব্র খিঁচুনি দিয়ে শুধু কাঁপছে।
চীনে প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৪ জনে।
দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৩৮০ জনেরও বেশি মানুষ।
হুবেইপ্রদেশ থেকে ছড়ানো এ প্রাণঘাতী ভাইরাসে চীনের ৩১টি প্রদেশের সব এবং বিশ্বের অন্তত ২৬ দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ভাইরাস সংক্রমণের কারণে চীন ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, জাপান ও অষ্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ।
হুবেইপ্রদেশেই নতুন করে ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উহান শহরে এখন পর্যন্ত আড়াইশর বেশি মানুষ মারা গেছেন।
তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েকগুণ বেশি বলে সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানের বিদেশি শিক্ষার্থীরা জানিয়েছেন।