‘৬ বছর নষ্ট করলে কেন?’
ভালোবাসার মানুষের সঙ্গে ছয় বছর প্রেম করার পর বিয়ে করেন এক যুবক। বিয়ের পর গতকাল শুক্রবার প্রথম ভ্যালেন্টাইনস ডে ছিল তাদের।
এদিন স্ত্রীকে গোলাপ দিতে চেয়েছিলেন। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন তাদের বিয়ে মেনে না নিয়ে তরুণীকে নিয়ে অনত্র চলে গেছেন।
তাই স্ত্রীকে ফিরে পেতে তালাবন্ধ বাড়ির সামনে ধর্না দিলেন ওই যুবক। হাতে পোস্টার, ছবি নিয়ে কার্যত বিপ্লব শুরু করেদেন।
ওই যুবকের পাশে দাঁড়িয়েছিলেন বন্ধুবান্ধবরাও। ঘণ্টা দুয়েক তা স্থায়ীও হয়। কিন্তু পুলিশ আসতে দেখেই সবকিছু গুটিয়েচলে যান তারা।
শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের সরাইটিকরের দক্ষিণপাড়ায়।
ওই যুবকের নাম শেখ রেজাউল। পেশায় টোটোচালক।
রেজাউল জানান, ওই তরুণীর সঙ্গে ছয় বছরের ধরে প্রেমের সম্পর্ক। গত জানুয়ারিতে তারা দুজন রেজিস্ট্রি করে বিয়েও করেছেন। কিন্তু এই বিয়ে মানতে পারেননি ওই তরুণীর পরিবারের লোকজন।
রেজাউল দাবি করেন, স্ত্রীকে নিয়ে তিনি অন্যত্র চলে গিয়েছিলেন। কিন্তু ওই তরুণীর দিদির বিয়ে হয়নি। তাই এখনই তরুণীর বিয়ে করাটা ঠিক নয়। সেই কারণে বাড়িতে ফিরতে আসতে বলেন ওই তরুণীর বাবা।
রেজাউল বলেন, ‘বিশ্বাস করে স্ত্রীকে বাপের বাড়িতে দিয়ে আসি।’
এরপরই তার সঙ্গে স্ত্রীর যোগাযোগ বন্ধ করে দেয়া হয় বলে দাবি করেন রেজাউল। তারপর ওই তরুণীর বাবা বাড়ির সবাইকে নিয়ে উধাওহয়ে যান।
তবে কোথায় গিয়েছেন কেউ জানেন না। বাড়ি তালাবন্ধ রয়েছে।
রেজাউল জানান, তার সঙ্গে স্ত্রীর যোগাযোগও বন্ধ করে দেয়া হয়েছে। সূত্র: সংবাদ প্রতিদিন
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘৬ বছর নষ্ট করলে কেন?’
ভালোবাসার মানুষের সঙ্গে ছয় বছর প্রেম করার পর বিয়ে করেন এক যুবক। বিয়ের পর গতকাল শুক্রবার প্রথম ভ্যালেন্টাইনস ডে ছিল তাদের।
এদিন স্ত্রীকে গোলাপ দিতে চেয়েছিলেন। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন তাদের বিয়ে মেনে না নিয়ে তরুণীকে নিয়ে অনত্র চলে গেছেন।
তাই স্ত্রীকে ফিরে পেতে তালাবন্ধ বাড়ির সামনে ধর্না দিলেন ওই যুবক। হাতে পোস্টার, ছবি নিয়ে কার্যত বিপ্লব শুরু করে দেন।
ওই যুবকের পাশে দাঁড়িয়েছিলেন বন্ধুবান্ধবরাও। ঘণ্টা দুয়েক তা স্থায়ীও হয়। কিন্তু পুলিশ আসতে দেখেই সবকিছু গুটিয়েচলে যান তারা।
শুক্রবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের সরাইটিকরের দক্ষিণপাড়ায়।
ওই যুবকের নাম শেখ রেজাউল। পেশায় টোটোচালক।
রেজাউল জানান, ওই তরুণীর সঙ্গে ছয় বছরের ধরে প্রেমের সম্পর্ক। গত জানুয়ারিতে তারা দুজন রেজিস্ট্রি করে বিয়েও করেছেন। কিন্তু এই বিয়ে মানতে পারেননি ওই তরুণীর পরিবারের লোকজন।
রেজাউল দাবি করেন, স্ত্রীকে নিয়ে তিনি অন্যত্র চলে গিয়েছিলেন। কিন্তু ওই তরুণীর দিদির বিয়ে হয়নি। তাই এখনই তরুণীর বিয়ে করাটা ঠিক নয়। সেই কারণে বাড়িতে ফিরতে আসতে বলেন ওই তরুণীর বাবা।
রেজাউল বলেন, ‘বিশ্বাস করে স্ত্রীকে বাপের বাড়িতে দিয়ে আসি।’
এরপরই তার সঙ্গে স্ত্রীর যোগাযোগ বন্ধ করে দেয়া হয় বলে দাবি করেন রেজাউল। তারপর ওই তরুণীর বাবা বাড়ির সবাইকে নিয়ে উধাও হয়ে যান।
তবে কোথায় গিয়েছেন কেউ জানেন না। বাড়ি তালাবন্ধ রয়েছে।
রেজাউল জানান, তার সঙ্গে স্ত্রীর যোগাযোগও বন্ধ করে দেয়া হয়েছে। সূত্র: সংবাদ প্রতিদিন