ইদলিবে যুদ্ধবিরতির পরিকল্পনায় আসাদের সমর্থন
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনালাপে সিরিয়ার ইদলিব প্রদেশে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পরিকল্পনা সমর্থন করেছেন।
রাশিয়া সিরিয়া সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করায় টেলিফোনালাপে পুতিনকে ধন্যবাদ জানান আসাদ। খবর রয়টার্সের।
ইদলিবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলে সেখানে স্থিতিশীলতা ফিরে আসবে বলে পুতিন সিরিয়ার প্রেসিডেন্টকে আশ্বস্ত করেন।
বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় যুদ্ধপীড়িত ইদলিব প্রদেশে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে এক সমঝোতায় উপনীত হন।
গত কয়েক দিনের সংঘর্ষে সিরিয়া ও তুরস্কের বহু সৈন্য নিহত হওয়ার পর ওই সমঝোতা বৈঠকে বসেন দুই নেতা।
দেশ দুটি যুদ্ধবিরত তদারকি করার জন্য ইদলিবে যৌথ টহল প্রতিষ্ঠা এবং প্রদেশটির যে কোনো একটি মহাসড়ককে নিরাপদ সড়ক হিসেবে ঘোষণা করা হবে।
এদিকে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক রুদ্ধদ্বার বৈঠকে সিরিয়ার ইদলিব পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। এতেও ইদলিবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়টিকে সমর্থন করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইদলিবে যুদ্ধবিরতির পরিকল্পনায় আসাদের সমর্থন
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনালাপে সিরিয়ার ইদলিব প্রদেশে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পরিকল্পনা সমর্থন করেছেন।
রাশিয়া সিরিয়া সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করায় টেলিফোনালাপে পুতিনকে ধন্যবাদ জানান আসাদ। খবর রয়টার্সের।
ইদলিবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলে সেখানে স্থিতিশীলতা ফিরে আসবে বলে পুতিন সিরিয়ার প্রেসিডেন্টকে আশ্বস্ত করেন।
বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় যুদ্ধপীড়িত ইদলিব প্রদেশে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে এক সমঝোতায় উপনীত হন।
গত কয়েক দিনের সংঘর্ষে সিরিয়া ও তুরস্কের বহু সৈন্য নিহত হওয়ার পর ওই সমঝোতা বৈঠকে বসেন দুই নেতা।
দেশ দুটি যুদ্ধবিরত তদারকি করার জন্য ইদলিবে যৌথ টহল প্রতিষ্ঠা এবং প্রদেশটির যে কোনো একটি মহাসড়ককে নিরাপদ সড়ক হিসেবে ঘোষণা করা হবে।
এদিকে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক রুদ্ধদ্বার বৈঠকে সিরিয়ার ইদলিব পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। এতেও ইদলিবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়টিকে সমর্থন করা হয়।