শাহিনবাগে মুসলিম নারীদের সেই জমায়েত তুলে দিল পুলিশ
যুগান্তর ডেস্ক
২৪ মার্চ ২০২০, ১৯:২৫:৩৬ | অনলাইন সংস্করণ
বিতর্কিত ও ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে আন্দোলনরত দিল্লির শাহিনবাগের বিক্ষোভকারীদের উঠিয়ে দিয়েছে দিল্লি পুলিশ।
মঙ্গলবার সকালে আন্দোলনের ১০১তম দিনে করোনাভাইরাসের কারণে দিল্লি পুলিশ অবস্থানকারীদের জোরপূর্বক সরিয়ে দেয়। খবর আনন্দবাজার পত্রিকার।
দিল্লি পুলিশ জানিয়েছে, জমায়েত থেকে করোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে। তাই শাহিনবাগ থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়া হয়েছে। এ ছাড়া ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে কয়েক জনকে আটকও করা হয়েছে।
বিতর্কিত ও ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে দিল্লির শাহিনবাগে অবস্থান ধর্মঘটে বসেছিলেন মুসলিম নারীরা। লাগাতার চলা এ আন্দোলন মঙ্গলবার ১০১তম দিনে গড়ায়। এ দিন সকালে সেখানে যান দিল্লি পুলিশের কর্মকর্তারা।
এক পুলিশ কর্মকর্তা জানান,বারবার আবেদন সত্ত্বেও শাহিনবাগ থেকে সরছিলেন না বিক্ষোভকারীরা। আজ সকাল সাড়ে ৭টায় তাদের জোর করে সরিয়ে দেয়া হয় বলে স্বীকার করে নিয়েছেন ওই পুলিশ কর্মকর্তারা।
একই সঙ্গে তিনি জানিয়েছেন, জাফরাবাদ, তুর্কমান গেটসহ দিল্লির যে সব জায়গায় এমন প্রতিবাদ চলছে তাও সরিয়ে দেয়া হবে। করোনা সংক্রমণ রুখতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলেই দিল্লি পুলিশ জানিয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শাহিনবাগে মুসলিম নারীদের সেই জমায়েত তুলে দিল পুলিশ
বিতর্কিত ও ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে আন্দোলনরত দিল্লির শাহিনবাগের বিক্ষোভকারীদের উঠিয়ে দিয়েছে দিল্লি পুলিশ।
মঙ্গলবার সকালে আন্দোলনের ১০১তম দিনে করোনাভাইরাসের কারণে দিল্লি পুলিশ অবস্থানকারীদের জোরপূর্বক সরিয়ে দেয়। খবর আনন্দবাজার পত্রিকার।
দিল্লি পুলিশ জানিয়েছে, জমায়েত থেকে করোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে। তাই শাহিনবাগ থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়া হয়েছে। এ ছাড়া ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে কয়েক জনকে আটকও করা হয়েছে।
বিতর্কিত ও ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে দিল্লির শাহিনবাগে অবস্থান ধর্মঘটে বসেছিলেন মুসলিম নারীরা। লাগাতার চলা এ আন্দোলন মঙ্গলবার ১০১তম দিনে গড়ায়। এ দিন সকালে সেখানে যান দিল্লি পুলিশের কর্মকর্তারা।
এক পুলিশ কর্মকর্তা জানান,বারবার আবেদন সত্ত্বেও শাহিনবাগ থেকে সরছিলেন না বিক্ষোভকারীরা। আজ সকাল সাড়ে ৭টায় তাদের জোর করে সরিয়ে দেয়া হয় বলে স্বীকার করে নিয়েছেন ওই পুলিশ কর্মকর্তারা।
একই সঙ্গে তিনি জানিয়েছেন, জাফরাবাদ, তুর্কমান গেটসহ দিল্লির যে সব জায়গায় এমন প্রতিবাদ চলছে তাও সরিয়ে দেয়া হবে। করোনা সংক্রমণ রুখতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলেই দিল্লি পুলিশ জানিয়েছে।