রুয়ান্ডায় করোনায় প্রথম মৃত্যু
আফ্রিকার পূর্ব-মধ্যাংশের দেশ রুয়ান্ডায় করোনায় আক্রান্ত হয়ে শনিবার প্রথম একজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম আনাদলু।
সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির বয়স ৬৫ বছর। তিনি পেশায় একজন গাড়িচালক। সম্প্রতি প্রতিবেশী দেশ থেকে ফিরেছেন, যেখানে তিনি থাকতেন। গুরুতর অসুস্থ হলে তাকে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।সেখানে তিনি ইনটেনেসিভ কেয়ার ইউনিটে (আইসিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দেশটিতে শনিবার নতুন চারজন রোগী শনাক্ত হয়। শনিবার পর্যন্ত দেশটিতে ৩৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর ২৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর এখন পর্যন্ত ১০৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৬৬ হাজার ৯৭৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, রোববার বেলা ১১ টা পর্যন্ত করোনায় মারা গেছেন বিশ্বের ৩ লাখ ৭১ হাজার ৬ জন মানুষ। আর আক্রান্ত হয়েছেন ৬১ লাখ ৬০ হাজার ২৯৯ জন। তাদের মধ্যে বর্তমানে ৩০ লাখ ৪৮ হাজার ৫০৬ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৫০৩ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রুয়ান্ডায় করোনায় প্রথম মৃত্যু
আফ্রিকার পূর্ব-মধ্যাংশের দেশ রুয়ান্ডায় করোনায় আক্রান্ত হয়ে শনিবার প্রথম একজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম আনাদলু।
সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির বয়স ৬৫ বছর। তিনি পেশায় একজন গাড়িচালক। সম্প্রতি প্রতিবেশী দেশ থেকে ফিরেছেন, যেখানে তিনি থাকতেন। গুরুতর অসুস্থ হলে তাকে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।সেখানে তিনি ইনটেনেসিভ কেয়ার ইউনিটে (আইসিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দেশটিতে শনিবার নতুন চারজন রোগী শনাক্ত হয়। শনিবার পর্যন্ত দেশটিতে ৩৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর ২৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর এখন পর্যন্ত ১০৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৬৬ হাজার ৯৭৬ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, রোববার বেলা ১১ টা পর্যন্ত করোনায় মারা গেছেন বিশ্বের ৩ লাখ ৭১ হাজার ৬ জন মানুষ। আর আক্রান্ত হয়েছেন ৬১ লাখ ৬০ হাজার ২৯৯ জন। তাদের মধ্যে বর্তমানে ৩০ লাখ ৪৮ হাজার ৫০৬ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৫০৩ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।