জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানে নিহত ৮
অনলাইন ডেস্ক
২০ জুন ২০২০, ০১:৫২:৪৩ | অনলাইন সংস্করণ
জম্মু-কাশ্মীরের সোপিয়ান ও পাম্পোরে গত ২৪ ঘণ্টায় ভারতীয় সেনাবাহিনীর অভিযানে ৮ জন নিহত হয়েছেন।
শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনী গোয়েন্দা সূত্রে খবর পায় পাম্পোরে একটি মসজিদের ভেতরে আত্মগোপন করে আছে কিছু জঙ্গি। পরে অভিযান চালিয়ে জঙ্গিদের মসজিদ থেকে বের করতে কাঁদানে গ্যাস ছোড়া হয়। এরপর তারা বাইরে বের হয়ে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার চেষ্টা করলে, নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন নিহত হন।
খবরে বলা হয়েছে, মসজিদের নিরপত্তায় আইইডি বা কোনো প্রকার গুলি ছোড়েনি সেনাবাহিনী। এভাবে জঙ্গি দমনে খুশি স্থানীয় মানুষ ও মসজিদ কমিটি। তারা পুলওয়ামা জেলা পুলিশ প্রধান তাহিরকে ধৈর্য ও পেশাদার মনোভাব দেখানোর কারণে ধন্যবাদ দিয়েছেন।
অপরদিকে সোপিয়ানে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে আরও ৫ জঙ্গি নিহতের কথা জানানো হয়। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৮ জন নিহত হয় বলে গণমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানে নিহত ৮
জম্মু-কাশ্মীরের সোপিয়ান ও পাম্পোরে গত ২৪ ঘণ্টায় ভারতীয় সেনাবাহিনীর অভিযানে ৮ জন নিহত হয়েছেন।
শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনী গোয়েন্দা সূত্রে খবর পায় পাম্পোরে একটি মসজিদের ভেতরে আত্মগোপন করে আছে কিছু জঙ্গি। পরে অভিযান চালিয়ে জঙ্গিদের মসজিদ থেকে বের করতে কাঁদানে গ্যাস ছোড়া হয়। এরপর তারা বাইরে বের হয়ে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার চেষ্টা করলে, নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন নিহত হন।
খবরে বলা হয়েছে, মসজিদের নিরপত্তায় আইইডি বা কোনো প্রকার গুলি ছোড়েনি সেনাবাহিনী। এভাবে জঙ্গি দমনে খুশি স্থানীয় মানুষ ও মসজিদ কমিটি। তারা পুলওয়ামা জেলা পুলিশ প্রধান তাহিরকে ধৈর্য ও পেশাদার মনোভাব দেখানোর কারণে ধন্যবাদ দিয়েছেন।
অপরদিকে সোপিয়ানে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে আরও ৫ জঙ্গি নিহতের কথা জানানো হয়। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৮ জন নিহত হয় বলে গণমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে।