‘জাতিসংঘে যুক্তরাষ্ট্র আবারও রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে’
অনলাইন ডেস্ক
০১ জুলাই ২০২০, ২১:৩৪:৫৭ | অনলাইন সংস্করণ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আরো একবার যুক্তরাষ্ট্র রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের একটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট রুহানি এই মন্তব্য করেছেন।
বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে রুহানি আরো বলেন, গত সাড়ে তিন বছর ধরে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে আইনহীনতা, অবৈধ এবং অমানবিক কার্যক্রম দেখে আসছি।
তিনি বলেন, মার্কিন প্রশাসন কল্পনা করে থাকতে পারে যে, তারা ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে কিছু সফলতা অর্জন করেছে কিন্তু তারা নিশ্চিতভাবে রাজনৈতিক, আইনগত এবং নৈতিকতার দিক থেকে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। গতকাল তারা আরেকটি পরাজয় বরণ করেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘জাতিসংঘে যুক্তরাষ্ট্র আবারও রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে’
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আরো একবার যুক্তরাষ্ট্র রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের একটি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট রুহানি এই মন্তব্য করেছেন।
বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে রুহানি আরো বলেন, গত সাড়ে তিন বছর ধরে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে আইনহীনতা, অবৈধ এবং অমানবিক কার্যক্রম দেখে আসছি।
তিনি বলেন, মার্কিন প্রশাসন কল্পনা করে থাকতে পারে যে, তারা ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে কিছু সফলতা অর্জন করেছে কিন্তু তারা নিশ্চিতভাবে রাজনৈতিক, আইনগত এবং নৈতিকতার দিক থেকে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছে। গতকাল তারা আরেকটি পরাজয় বরণ করেছে।