চীনে বিশেষ বাণিজ্য অফিস খুলছে ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে চীনে একটি বিশেষ বাণিজ্য অফিস খোলার পরিকল্পনা নিয়েছে ইরান।
মার্কিন সরকারের অব্যাহত নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে রক্ষায় এ পদক্ষেপ নিচ্ছে দেশটি।
ইরান চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রিজ, মাইন অ্যান্ড এগ্রিকালচারের বোর্ড মেম্বার গোলাম হোসেইন জামিলি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে এ কথা জানিয়েছেন।
চীন এবং ইরানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক দিন দিন বেড়ে চলার পরিপ্রেক্ষিতে ইরানের বড় বড় ব্যবসায়ী কোম্পানি চীনে এই বিশেষ বাণিজ্য অফিসে খোলার চিন্তা করছে বলে জানান তিনি।
তিনি বলেন, মার্কিন সরকারের অব্যাহত নিষেধাজ্ঞার কারণে ইরানের সামনে যে বাধা সৃষ্টি হচ্ছে তাতে চীনে বিশেষ বাণিজ্য অফিস ইরানের ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ইরান এবং চীন দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য ব্যাপকভাবে বাড়ানোর জন্য ২৫ বছর মেয়াদী একটি পূর্ণাঙ্গ কৌশলগত চুক্তি করতে যাচ্ছে। এ ব্যাপারে ইরান এবং চীনের পক্ষ থেকে এরইমধ্যে ঘোষণা দেয়া হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চীনে বিশেষ বাণিজ্য অফিস খুলছে ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে চীনে একটি বিশেষ বাণিজ্য অফিস খোলার পরিকল্পনা নিয়েছে ইরান।
মার্কিন সরকারের অব্যাহত নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে রক্ষায় এ পদক্ষেপ নিচ্ছে দেশটি।
ইরান চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রিজ, মাইন অ্যান্ড এগ্রিকালচারের বোর্ড মেম্বার গোলাম হোসেইন জামিলি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে এ কথা জানিয়েছেন।
চীন এবং ইরানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক দিন দিন বেড়ে চলার পরিপ্রেক্ষিতে ইরানের বড় বড় ব্যবসায়ী কোম্পানি চীনে এই বিশেষ বাণিজ্য অফিসে খোলার চিন্তা করছে বলে জানান তিনি।
তিনি বলেন, মার্কিন সরকারের অব্যাহত নিষেধাজ্ঞার কারণে ইরানের সামনে যে বাধা সৃষ্টি হচ্ছে তাতে চীনে বিশেষ বাণিজ্য অফিস ইরানের ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ইরান এবং চীন দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য ব্যাপকভাবে বাড়ানোর জন্য ২৫ বছর মেয়াদী একটি পূর্ণাঙ্গ কৌশলগত চুক্তি করতে যাচ্ছে। এ ব্যাপারে ইরান এবং চীনের পক্ষ থেকে এরইমধ্যে ঘোষণা দেয়া হয়েছে।