রামমন্দিরের ভূমিপূজায় গেলে ধর্মনিরপেক্ষতার শর্ত ভাঙবেন মোদি: ওয়াইসি
যুগান্তর ডেস্ক
২৮ জুলাই ২০২০, ২২:৩৮:৩০ | অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি অযোধ্যায় রামমন্দির নির্মাণের ভূমি পূজায় গেলে দেশের ধর্মনিরপেক্ষতায় আঘাত আসবে বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দেশকে জানানো উচিত, তিনি সেখানে ব্যক্তি হিসেবে যাচ্ছেন না প্রধানমন্ত্রী হিসেবে। তিনি যদি প্রধানমন্ত্রী হিসেবে যান তাহলে তা দেশের সংবিধানের মূলভিত্তি, ‘ধর্মনিরপেক্ষতা’ রক্ষা করার শর্ত ভঙ্গ করে।’
ওয়াইসির মতে, প্রধানমন্ত্রী দেশের সব সম্প্রদায় এমনকি নাস্তিকদেরও প্রতিনিধি।
আগামী ৫ আগস্ট উত্তর প্রদেশের অযোধ্যায় বহুলালোচিত রাম মন্দিরের ভূমি পূজা ও শিলান্যাস অনুষ্ঠানে যাওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
মোদি ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে গেলে তা দেশের ধর্মনিরপেক্ষতাকে আঘাত দেবে বলেই মনে করেন ওয়েইসি। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে বিতর্ক আরো বাড়তে পারে বলেই মনে করেন তিনি।
মঙ্গলবার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওয়াইসি বলেছেন, আমরা ভুলতে পারি না যে অযোধ্যাতে ৪০০ বছরেরও বেশি সময় ধরে বাবরিমসজিদ ছিল এবং ১৯৯২ সালে অপরাধী জনতা তাকে ধ্বংস করেছিল।
তিনি আরও বলেন, বাবরিমসজিদ ছিল এবং তা সবসময় মসজিদই থাকবে। আমরা নতুন প্রজন্মকে বলব আমাদের মসজিদকে ধ্বংস করা হয়েছিল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রামমন্দিরের ভূমিপূজায় গেলে ধর্মনিরপেক্ষতার শর্ত ভাঙবেন মোদি: ওয়াইসি
প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি অযোধ্যায় রামমন্দির নির্মাণের ভূমি পূজায় গেলে দেশের ধর্মনিরপেক্ষতায় আঘাত আসবে বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমীন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর দেশকে জানানো উচিত, তিনি সেখানে ব্যক্তি হিসেবে যাচ্ছেন না প্রধানমন্ত্রী হিসেবে। তিনি যদি প্রধানমন্ত্রী হিসেবে যান তাহলে তা দেশের সংবিধানের মূলভিত্তি, ‘ধর্মনিরপেক্ষতা’ রক্ষা করার শর্ত ভঙ্গ করে।’
ওয়াইসির মতে, প্রধানমন্ত্রী দেশের সব সম্প্রদায় এমনকি নাস্তিকদেরও প্রতিনিধি।
আগামী ৫ আগস্ট উত্তর প্রদেশের অযোধ্যায় বহুলালোচিত রাম মন্দিরের ভূমি পূজা ও শিলান্যাস অনুষ্ঠানে যাওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
মোদি ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে গেলে তা দেশের ধর্মনিরপেক্ষতাকে আঘাত দেবে বলেই মনে করেন ওয়েইসি। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে বিতর্ক আরো বাড়তে পারে বলেই মনে করেন তিনি।
মঙ্গলবার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওয়াইসি বলেছেন, আমরা ভুলতে পারি না যে অযোধ্যাতে ৪০০ বছরেরও বেশি সময় ধরে বাবরি মসজিদ ছিল এবং ১৯৯২ সালে অপরাধী জনতা তাকে ধ্বংস করেছিল।
তিনি আরও বলেন, বাবরি মসজিদ ছিল এবং তা সবসময় মসজিদই থাকবে। আমরা নতুন প্রজন্মকে বলব আমাদের মসজিদকে ধ্বংস করা হয়েছিল।