এবার ফিলিস্তিনে ট্যাংক হামলা ইসরাইলের
jugantor
এবার ফিলিস্তিনে ট্যাংক হামলা ইসরাইলের

  অনলাইন ডেস্ক  

১৭ আগস্ট ২০২০, ১৭:১৫:০৬  |  অনলাইন সংস্করণ

ইসরাইলি বাহিনী

গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ট্যাংক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।ইহুদি রাষ্ট্রটি বলছে, দক্ষিণ ইসরাইলে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রকেট ও বেলুন বোমার জবাবে এ হামলা চালানো হয়েছে।

সোমবার দেশটির সেনাবহিনীর দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় হামাসের কয়েকটি সামরিক পর্যবেক্ষণ চৌকিকে লক্ষ্য করে ট্যাংক হামলা চালানো হয়।

এতে আরও বলা হয়, রোববার বিকালে বেশ কিছু মানুষ গাজার নিরাপত্তা বেড়ার কাছে দাঙ্গা সৃষ্টি করেছে। বিস্ফোরক নিয়ে সীমান্ত অতিক্রম করে আক্রমণ ও বেলুনে আগুন লাগানোর ডিভাইস দিয়ে হামলার চেষ্টা স্থগিত করা হয়েছে।

তবে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে রোববার গাজার মৎস্য কেন্দ্র বন্ধ করে দেয় ইসরাইলি বাহিনী।

আল জাজিরা

এবার ফিলিস্তিনে ট্যাংক হামলা ইসরাইলের

 অনলাইন ডেস্ক 
১৭ আগস্ট ২০২০, ০৫:১৫ পিএম  |  অনলাইন সংস্করণ
ইসরাইলি বাহিনী
ছবি: রয়টার্স

গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ট্যাংক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। ইহুদি রাষ্ট্রটি বলছে, দক্ষিণ ইসরাইলে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে রকেট ও বেলুন বোমার জবাবে এ হামলা চালানো হয়েছে।

সোমবার দেশটির সেনাবহিনীর দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় হামাসের কয়েকটি সামরিক পর্যবেক্ষণ চৌকিকে লক্ষ্য করে ট্যাংক হামলা চালানো হয়। 

এতে আরও বলা হয়, রোববার বিকালে বেশ কিছু মানুষ গাজার নিরাপত্তা বেড়ার কাছে দাঙ্গা সৃষ্টি করেছে। বিস্ফোরক নিয়ে সীমান্ত অতিক্রম করে আক্রমণ ও বেলুনে আগুন লাগানোর ডিভাইস দিয়ে হামলার চেষ্টা স্থগিত করা হয়েছে। 

তবে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে রোববার গাজার মৎস্য কেন্দ্র বন্ধ করে দেয় ইসরাইলি বাহিনী।

আল জাজিরা

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : ফিলিস্তিনিদের ঘরে ফেরার বিক্ষোভ