তালেবান-আফগান সরকার ঐতিহাসিক শান্তি আলোচনা শুরু
যুগান্তর ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২০, ২০:০১:৪৩ | অনলাইন সংস্করণ
আফগান সরকার ও তালেবানের মধ্যে ঐতিহাসিক শান্তি আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার দোহার একটি হোটেলে জাকজমকভাবে শুরু হয় ত্রিপক্ষীয় এ আলোচনা বৈঠক।
আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের চেয়ারপারসন আবদুল্লাহ আবদুল্লাহ, তালেবানের ডেপুটি লিডার মোল্লা আবদুল গনি বারাদার ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বৈঠকে তিন দেশের প্রতিনিধিত্ব করেন। খবর আলজাজিরা , বিবিসি , এএফপির।
আলোচনার উদ্বোধনী বক্তব্যে আবদুল্লাহ বলেন, তারা ন্যায্য, টেকসই ও মর্যাদাপূর্ণ শান্তি প্রত্যাশা করছেন।
অন্যদিকে মোল্লা বারাদার ‘দেশে ইসলামি পদ্ধতি’ বাস্তবায়নে তার গ্রুপের দাবির পুনরাবৃত্তি করেছেন। তিনি বলেন, আমরা চাই ‘একটি স্বাধীন ও উন্নত দেশ এবং এটি হতে হবে ইসলামি পদ্ধতির দেশ, যেখানে সব নাগরিক নিজেদের প্রতিফলন দেখতে পাবে।’
পম্পেও তার বক্তব্যে আফগানিস্তানের উভয় পক্ষকে বলেন, ‘আপনাদের ভবিষ্যত রাজনৈতিক পদ্ধতি আপনাদেরই বেছে নিতে হবে।’
শান্তি নিশ্চিত করার ‘সুযোগ গ্রহণ’ করার জন্য তিনি তাদেরকে আহ্বান জানান।
কয়েক মাস টানাপোড়েনের পর কাতারের রাজধানী দোহায় শুরু হওয়া এই আলোচনাকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
দীর্ঘ দুই দশকের যুদ্ধের অবসানের লক্ষ্যে তালেবান ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে ফেব্রুয়ারি মাসে স্বাক্ষরিত হওয়া একটি নিরাপত্তা চুক্তির পর এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিতর্কিত বন্দি বিনিময় চুক্তি, আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধি ও নানা কারণে শান্তি আলোচনা আটকে ছিল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
তালেবান-আফগান সরকার ঐতিহাসিক শান্তি আলোচনা শুরু
আফগান সরকার ও তালেবানের মধ্যে ঐতিহাসিক শান্তি আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শনিবার দোহার একটি হোটেলে জাকজমকভাবে শুরু হয় ত্রিপক্ষীয় এ আলোচনা বৈঠক।
আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়েশনের চেয়ারপারসন আবদুল্লাহ আবদুল্লাহ, তালেবানের ডেপুটি লিডার মোল্লা আবদুল গনি বারাদার ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বৈঠকে তিন দেশের প্রতিনিধিত্ব করেন। খবর আলজাজিরা , বিবিসি , এএফপির।
আলোচনার উদ্বোধনী বক্তব্যে আবদুল্লাহ বলেন, তারা ন্যায্য, টেকসই ও মর্যাদাপূর্ণ শান্তি প্রত্যাশা করছেন।
অন্যদিকে মোল্লা বারাদার ‘দেশে ইসলামি পদ্ধতি’ বাস্তবায়নে তার গ্রুপের দাবির পুনরাবৃত্তি করেছেন। তিনি বলেন, আমরা চাই ‘একটি স্বাধীন ও উন্নত দেশ এবং এটি হতে হবে ইসলামি পদ্ধতির দেশ, যেখানে সব নাগরিক নিজেদের প্রতিফলন দেখতে পাবে।’
পম্পেও তার বক্তব্যে আফগানিস্তানের উভয় পক্ষকে বলেন, ‘আপনাদের ভবিষ্যত রাজনৈতিক পদ্ধতি আপনাদেরই বেছে নিতে হবে।’
শান্তি নিশ্চিত করার ‘সুযোগ গ্রহণ’ করার জন্য তিনি তাদেরকে আহ্বান জানান।
কয়েক মাস টানাপোড়েনের পর কাতারের রাজধানী দোহায় শুরু হওয়া এই আলোচনাকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
দীর্ঘ দুই দশকের যুদ্ধের অবসানের লক্ষ্যে তালেবান ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে ফেব্রুয়ারি মাসে স্বাক্ষরিত হওয়া একটি নিরাপত্তা চুক্তির পর এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিতর্কিত বন্দি বিনিময় চুক্তি, আফগানিস্তানে সহিংসতা বৃদ্ধি ও নানা কারণে শান্তি আলোচনা আটকে ছিল।