ইরাকে মার্কিন রাষ্ট্রদূতের ওপর ইরানের নিষেধাজ্ঞা
যুগান্তর ডেস্ক
২৪ অক্টোবর ২০২০, ২১:৪৬:০৯ | অনলাইন সংস্করণ
ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ টুয়েলারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান।
ইরানের স্বার্থসংক্রান্ত কর্মকাণ্ডে ম্যাথিউ সন্ত্রাসবাদী অবস্থা নিচ্ছেন অভিযোগ এনে এমন উদ্যোগ নেয় তেহরান।
এর আগে বাগদাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। জবাবে ‘ইটের বদলে পাটকেল’ নীতি অনুযায়ী মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধেও একই ব্যবস্থা নিয়েছে ইরান।
দেশটির পররাষ্ট্র বিভাগের মুখপাত্র জানিয়েছেন, রাষ্ট্রদূত ম্যাথিউ এবং আরও দু’জন মার্কিট কূটনীতিক ইরানি জনগণ বা এর সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটন, অর্থায়ন ও অনুমোদনের কাজ করছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইরাকে মার্কিন রাষ্ট্রদূতের ওপর ইরানের নিষেধাজ্ঞা
ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথিউ টুয়েলারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান।
ইরানের স্বার্থসংক্রান্ত কর্মকাণ্ডে ম্যাথিউ সন্ত্রাসবাদী অবস্থা নিচ্ছেন অভিযোগ এনে এমন উদ্যোগ নেয় তেহরান।
এর আগে বাগদাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। জবাবে ‘ইটের বদলে পাটকেল’ নীতি অনুযায়ী মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধেও একই ব্যবস্থা নিয়েছে ইরান।
দেশটির পররাষ্ট্র বিভাগের মুখপাত্র জানিয়েছেন, রাষ্ট্রদূত ম্যাথিউ এবং আরও দু’জন মার্কিট কূটনীতিক ইরানি জনগণ বা এর সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটন, অর্থায়ন ও অনুমোদনের কাজ করছে।