কানেক্ট বাংলাদেশের ভার্চুয়াল আলোচনা সভা
জমির হোসেন, ইতালি থেকে
০৯ নভেম্বর ২০২০, ২২:২৬:৫৬ | অনলাইন সংস্করণ
বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার- এ স্লোগানে কানেক্ট বাংলাদেশের ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর ইউরোপ সময় ৪টায় শুরু হয়ে টানা প্রায় আড়াই ঘণ্টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কেন্দ্রীয় কমিটির সমন্বয়করা আলোচনা করেন। নিয়মিত সভার অংশ হিসেবে ভিন্ন ভিন্ন মতপ্রকাশ করে কেন্দ্রীয় কমিটির সমন্বয়করা।
ভার্চুয়াল এ সভায় সংগঠনের উল্লেখযোগ্য কয়েকটি বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হয়। এর মধ্যে দ্বিবার্ষিক সম্মেলন-২০২০, পরিকল্পনা পরিষদ কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন এবং দেশে দেশে কানেক্ট বাংলাদেশ কমিটি গঠন।
এ সময় তারা বলেন, করোনা মহামারীতে ভার্চুয়াল এ সভা সংঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে; একই সঙ্গে একে অপরের ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবে।
তাছাড়া বর্তমান প্রেক্ষাপটে ভার্চুয়ালের কোনো বিকল্প নেই। সভায় ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সমন্বয়কদের মধ্যে অংশগ্রহণ করেন- কুদরত উল্লাহ (সুইডেন), শাহ্ আলম (ইতালি), সাদী রহমতুল্লাহ (ফ্রান্স), আফসার হোসেন নীলু (স্পেন), মামুনুর রশিদ (স্পেন), তোফায়েল আহমেদ চৌধুরী (যুক্তরাজ্য), কামরুজ্জামান (জার্মান), মনসুর চৌধুরী (ফ্রান্স), আঁখি সীমা কাউসার (ইতালি), লিটন আকন্দ (যুক্তরাজ্য), বাবুল তালুকদার (যুক্তরাজ্য), শিবলী সাদিক (যুক্তরাজ্য), নজির আহমদ (থাইল্যান্ডে), কাজী মহিম (ফ্রান্স), হাবিব রহমান (ফ্রান্স), ইসমাইল মোল্লা (ফ্রান্স), জমির হোসেন (ইতালি), আবুল হেলাল (যুক্তরাজ্য), সাব্বির রহমান (স্পেন), নজরুল ইসলাম জহির (কুয়েত), কামরুরজামান (ইতালি) প্রমুখ।
সভায় ইতালি কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক প্রয়াত রুস্তম আলীর জন্য দুঃখ প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কানেক্ট বাংলাদেশের ভার্চুয়াল আলোচনা সভা
বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার- এ স্লোগানে কানেক্ট বাংলাদেশের ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর ইউরোপ সময় ৪টায় শুরু হয়ে টানা প্রায় আড়াই ঘণ্টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কেন্দ্রীয় কমিটির সমন্বয়করা আলোচনা করেন। নিয়মিত সভার অংশ হিসেবে ভিন্ন ভিন্ন মতপ্রকাশ করে কেন্দ্রীয় কমিটির সমন্বয়করা।
ভার্চুয়াল এ সভায় সংগঠনের উল্লেখযোগ্য কয়েকটি বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হয়। এর মধ্যে দ্বিবার্ষিক সম্মেলন-২০২০, পরিকল্পনা পরিষদ কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন এবং দেশে দেশে কানেক্ট বাংলাদেশ কমিটি গঠন।
এ সময় তারা বলেন, করোনা মহামারীতে ভার্চুয়াল এ সভা সংঠনের কার্যক্রমকে আরও বেগবান করবে; একই সঙ্গে একে অপরের ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবে।
তাছাড়া বর্তমান প্রেক্ষাপটে ভার্চুয়ালের কোনো বিকল্প নেই। সভায় ইউরোপ ও মধ্যপ্রাচ্যের সমন্বয়কদের মধ্যে অংশগ্রহণ করেন- কুদরত উল্লাহ (সুইডেন), শাহ্ আলম (ইতালি), সাদী রহমতুল্লাহ (ফ্রান্স), আফসার হোসেন নীলু (স্পেন), মামুনুর রশিদ (স্পেন), তোফায়েল আহমেদ চৌধুরী (যুক্তরাজ্য), কামরুজ্জামান (জার্মান), মনসুর চৌধুরী (ফ্রান্স), আঁখি সীমা কাউসার (ইতালি), লিটন আকন্দ (যুক্তরাজ্য), বাবুল তালুকদার (যুক্তরাজ্য), শিবলী সাদিক (যুক্তরাজ্য), নজির আহমদ (থাইল্যান্ডে), কাজী মহিম (ফ্রান্স), হাবিব রহমান (ফ্রান্স), ইসমাইল মোল্লা (ফ্রান্স), জমির হোসেন (ইতালি), আবুল হেলাল (যুক্তরাজ্য), সাব্বির রহমান (স্পেন), নজরুল ইসলাম জহির (কুয়েত), কামরুরজামান (ইতালি) প্রমুখ।
সভায় ইতালি কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক প্রয়াত রুস্তম আলীর জন্য দুঃখ প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করা হয়।