নেদারল্যান্ডসে সৌদি দূতাবাসে হামলা
নেদারল্যান্ডেসেরহেগে সৌদি দূতাবাসে গুলি করেছে বন্দুকধারী। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হেগ পুলিশ টুইটে জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে সৌদি আরবের দূতাবাসে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় তদন্ত চলছে।
তুর্কি সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি জানিয়েছে, হামলার পেছনে কারণ ও হামলাকারী সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে এক বিবৃতিতে সৌদি দূতাবাস কাপুরুষোচিত হামলার নিন্দা এবং নেদারল্যান্ডসে অবস্থানরত সৌদি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
নেদারল্যান্ডসে সৌদি দূতাবাসে এমন এক সময় গুলির ঘটনা ঘটল; যার একদিন আগে প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে জেদ্দায় এক সমাধিক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে। জেদ্দায় বিদেশি কূটনীতিকদের ওই অনুষ্ঠানে বোমা হামলায় বেশ কয়েকজন আহতও হন।
অমুসলিমদের সমাধিক্ষেত্রে হামলার কয়েক সপ্তাহ আগে জেদ্দায় আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নেদারল্যান্ডসে সৌদি দূতাবাসে হামলা
নেদারল্যান্ডেসের হেগে সৌদি দূতাবাসে গুলি করেছে বন্দুকধারী। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
হেগ পুলিশ টুইটে জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টার দিকে সৌদি আরবের দূতাবাসে কয়েক রাউন্ড গুলি চালায়। এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় তদন্ত চলছে।
তুর্কি সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি জানিয়েছে, হামলার পেছনে কারণ ও হামলাকারী সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে এক বিবৃতিতে সৌদি দূতাবাস কাপুরুষোচিত হামলার নিন্দা এবং নেদারল্যান্ডসে অবস্থানরত সৌদি নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
নেদারল্যান্ডসে সৌদি দূতাবাসে এমন এক সময় গুলির ঘটনা ঘটল; যার একদিন আগে প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে জেদ্দায় এক সমাধিক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে। জেদ্দায় বিদেশি কূটনীতিকদের ওই অনুষ্ঠানে বোমা হামলায় বেশ কয়েকজন আহতও হন।
অমুসলিমদের সমাধিক্ষেত্রে হামলার কয়েক সপ্তাহ আগে জেদ্দায় আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।