পশ্চিমতীর থেকে ফিলিস্তিনি নারী সাংবাদিক অপহৃত
অনলাইন ডেস্ক
১৪ নভেম্বর ২০২০, ১১:৫৮:৫৪ | অনলাইন সংস্করণ
পশ্চিমতীর থেকে গত সপ্তাহে বুশরা তাবিল নামে এক নারী সাংবাদিকসহ ১৭ জনকে অপহরণ করেছে দখলদার ইসরাইলি সেনারা।
আপহৃতদের মধ্যে ওই নারী সাংবাদিক ছাড়াও বেশ কয়েকজন মানবাধিকার কর্মী ছিলেন বলে জানিয়েছেন ফিলিস্তিনিরা। খবর প্যালেস্টাইন ইন্টারন্যাশনাল ব্রডকাস্টের।
এছাড়া গত ১৭ বছর ধরে ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনি যুবক কামাল আবু ওইয়ারের (৪৬) মরদেহ গত ১০ নভেম্বর হস্তান্তরের পর বিক্ষোভে ফেটে পরেন ফিলিস্তিনিরা।
এ বছর ইজরাইলি কারাগারে এটা দ্বিতীয় ফিলিস্তিনির মৃত্যুর ঘটনা। ইসরাইলের কারাগারে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন ফিলিস্তিনি বন্দিরা।
ফিলিস্তিনে সম্প্রতি ইসরাইলি আগ্রাসন যে কোন সময়ের চেয়ে বেড়েছে।
ফিলিস্তিনি নারী সাংবাদিক বুশরার বাবা তার অপহৃত মেয়ের ছবি বুকে নিয়ে পশ্চিমতীরে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ করছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পশ্চিমতীর থেকে ফিলিস্তিনি নারী সাংবাদিক অপহৃত
পশ্চিমতীর থেকে গত সপ্তাহে বুশরা তাবিল নামে এক নারী সাংবাদিকসহ ১৭ জনকে অপহরণ করেছে দখলদার ইসরাইলি সেনারা।
আপহৃতদের মধ্যে ওই নারী সাংবাদিক ছাড়াও বেশ কয়েকজন মানবাধিকার কর্মী ছিলেন বলে জানিয়েছেন ফিলিস্তিনিরা। খবর প্যালেস্টাইন ইন্টারন্যাশনাল ব্রডকাস্টের।
এছাড়া গত ১৭ বছর ধরে ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনি যুবক কামাল আবু ওইয়ারের (৪৬) মরদেহ গত ১০ নভেম্বর হস্তান্তরের পর বিক্ষোভে ফেটে পরেন ফিলিস্তিনিরা।
এ বছর ইজরাইলি কারাগারে এটা দ্বিতীয় ফিলিস্তিনির মৃত্যুর ঘটনা। ইসরাইলের কারাগারে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন ফিলিস্তিনি বন্দিরা।
ফিলিস্তিনে সম্প্রতি ইসরাইলি আগ্রাসন যে কোন সময়ের চেয়ে বেড়েছে।
ফিলিস্তিনি নারী সাংবাদিক বুশরার বাবা তার অপহৃত মেয়ের ছবি বুকে নিয়ে পশ্চিমতীরে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ করছেন।