যতই চাপ আসুক ইসরাইলকে স্বীকৃতি দেব না: ইমরান খান
অনলাইন ডেস্ক
১৬ নভেম্বর ২০২০, ১১:২৯:০৮ | অনলাইন সংস্করণ
ইসরাইলকে স্বীকৃতি দেয়ার জন্য পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
একই সঙ্গে তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, দখলদার ইহুদিবাদীদের সঙ্গে ইসলামাবাদ কখনই সম্পর্ক স্থাপন করবে না। খবর আনাদোলুর।
পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য ফাঁস করেন। ইমরান খান বলেন, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলকে স্বীকৃতি দেয়ার পর ইসলামাবাদকেও একই কাজ করতে চাপ দেয়া হচ্ছে, কিন্তু তার সরকার এখন পর্যন্ত সে চাপ উপেক্ষা করে এসেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমি কোনো অবস্থাতেই ইসরাইলকে স্বীকৃতি দেয়ার কথা ভাবতেও রাজি নই।
কোন কোন দেশের পক্ষ থেকে এমন চাপ সৃষ্টি করা হচ্ছে, সে সংক্রান্ত প্রশ্নের জবাবে ইমরান খান সুনির্দিষ্ট কোনো দেশের নাম বলতে অস্বীকৃতি জানান।
তিনি বলেন, কিছু কথা আছে, যা আমরা বলতে পারি না। তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক বিদ্যমান। ইমরান খান স্পষ্ট না করলেও ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবই পাকিস্তানকে চাপে রেখেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
যতই চাপ আসুক ইসরাইলকে স্বীকৃতি দেব না: ইমরান খান
ইসরাইলকে স্বীকৃতি দেয়ার জন্য পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।
একই সঙ্গে তিনি দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, দখলদার ইহুদিবাদীদের সঙ্গে ইসলামাবাদ কখনই সম্পর্ক স্থাপন করবে না। খবর আনাদোলুর।
পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য ফাঁস করেন। ইমরান খান বলেন, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরাইলকে স্বীকৃতি দেয়ার পর ইসলামাবাদকেও একই কাজ করতে চাপ দেয়া হচ্ছে, কিন্তু তার সরকার এখন পর্যন্ত সে চাপ উপেক্ষা করে এসেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমি কোনো অবস্থাতেই ইসরাইলকে স্বীকৃতি দেয়ার কথা ভাবতেও রাজি নই।
কোন কোন দেশের পক্ষ থেকে এমন চাপ সৃষ্টি করা হচ্ছে, সে সংক্রান্ত প্রশ্নের জবাবে ইমরান খান সুনির্দিষ্ট কোনো দেশের নাম বলতে অস্বীকৃতি জানান।
তিনি বলেন, কিছু কথা আছে, যা আমরা বলতে পারি না। তাদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক বিদ্যমান। ইমরান খান স্পষ্ট না করলেও ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবই পাকিস্তানকে চাপে রেখেছে।