ফ্রান্সে ইসলাম অবমাননা: পাকিস্তানে হাজারো মানুষের বিক্ষোভ
অনলাইন ডেস্ক
১৭ নভেম্বর ২০২০, ১৫:৩৮:৩৫ | অনলাইন সংস্করণ
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে পাকিস্তানে মঙ্গলবার ফ্রান্সবিরোধী বিশাল বিক্ষোভ করেছে একটি ইসলামী দল।
রাজধানী ইসলামাবাদে ওই বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন। খবর আরব নিউজের।
বিক্ষোভকারীরা দেশবাসীকে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান জানান। তেহরিক-ই লাব্বাইক নামে ইসলামী একটি সংগঠন ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
সংগঠনটির মুখপাত্র ইজাজ আশরাফি গণমাধ্যমকে বলেছেন, সরকারিভাবে পাকিস্তান ফ্রান্সের পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। আমরা এ সিদ্ধান্তকে স্বাগত জানাই।
আশা করি দেশবাসী ফরাসি পণ্য বয়কট করে ইসলামের অবমাননার জবাব দেবেন।
উল্লেখ্য, ফরাসি ম্যাগাজিন শার্লি হেবদো একাধিকবার মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ করে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর শার্লি হেবদোর ওই ইসলাম অবমাননাকর কর্মকাণ্ডকে মতপ্রকাশের স্বাধীনতা বলে মন্তব্য করার পর থেকে বাংলাদেশসহ বিভিন্ন মুসলিমপ্রধান দেশ এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দেশটির পণ্য বয়কট করছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ফ্রান্সে ইসলাম অবমাননা: পাকিস্তানে হাজারো মানুষের বিক্ষোভ
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে পাকিস্তানে মঙ্গলবার ফ্রান্সবিরোধী বিশাল বিক্ষোভ করেছে একটি ইসলামী দল।
রাজধানী ইসলামাবাদে ওই বিক্ষোভ মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন। খবর আরব নিউজের।
বিক্ষোভকারীরা দেশবাসীকে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান জানান। তেহরিক-ই লাব্বাইক নামে ইসলামী একটি সংগঠন ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
সংগঠনটির মুখপাত্র ইজাজ আশরাফি গণমাধ্যমকে বলেছেন, সরকারিভাবে পাকিস্তান ফ্রান্সের পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। আমরা এ সিদ্ধান্তকে স্বাগত জানাই।
আশা করি দেশবাসী ফরাসি পণ্য বয়কট করে ইসলামের অবমাননার জবাব দেবেন।
উল্লেখ্য, ফরাসি ম্যাগাজিন শার্লি হেবদো একাধিকবার মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ করে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর শার্লি হেবদোর ওই ইসলাম অবমাননাকর কর্মকাণ্ডকে মতপ্রকাশের স্বাধীনতা বলে মন্তব্য করার পর থেকে বাংলাদেশসহ বিভিন্ন মুসলিমপ্রধান দেশ এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দেশটির পণ্য বয়কট করছে।