দূতাবাস খুলতে সম্মত ইসরাইল-বাহরাইন, শিগগিরই সরাসরি ফ্লাইট
jugantor
দূতাবাস খুলতে সম্মত ইসরাইল-বাহরাইন, শিগগিরই সরাসরি ফ্লাইট

  যুগান্তর ডেস্ক  

১৯ নভেম্বর ২০২০, ১২:০৫:৪৭  |  অনলাইন সংস্করণ

দূতাবাস খুলতে সম্মত ইসরাইল-বাহরাইন, শিগগিরই সরাসরি ফ্লাইট

কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও সম্পর্ক স্বাভাবিকীকরণের পর এবার দূতাবাস খোলার বিষয়ে সম্মত হয়েছে ইসরাইল ও বাহরাইন।

বুধবার বাহরাইনের সরকারি প্রতিনিধিদলের ইসরাইল সফরে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে একমত হন। খবর ডেইলি সাবাহর।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ আল-জায়ানি জানান, মানামায় একটি দূতাবাস খোলার ইসরাইলের অনুরোধে বাহরাইন সম্মত হয়েছে।

একইভাবে ইসরাইলেও দূতাবাস খোলার জন্য বাইরাইনের পক্ষ থেকে অনুরোধের কথা তাদের জানানো হয়েছে।

খুব দ্রুতই এ প্রক্রিয়া এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গবি আসকেনাজি ডিসেম্বরে মানামা সফর করবেন বলেও জানান তিনি।

অন্যদিকে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গবি আসকেনাজি জানিয়েছেন, এ বছরের মধ্যেই দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠান হবে বলে তিনি আশা করছেন।

‘এ বছরের শেষ থেকেই বাহরাইনের নাগরিকরা ইসরাইল ভ্রমণের জন্য অনলাইনে ভিসার আবেদন করতে পারবেন। শিগগিরই দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইটও চালু হচ্ছে।’

গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর গত মাসে হোয়াইট হাউসে সংযুক্ত আরব আমিরাত-বাহরাইন এবং তেলআবিব শান্তিচুক্তি স্বাক্ষর করে।

১৯৭৯ সালে মিসর এবং ১৯৯৪ সালে জর্ডান ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে শান্তিচুক্তিতে পৌঁছানোর পর তৃতীয় ও চতুর্থ দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন একই পথে হাঁটে।

দূতাবাস খুলতে সম্মত ইসরাইল-বাহরাইন, শিগগিরই সরাসরি ফ্লাইট

 যুগান্তর ডেস্ক 
১৯ নভেম্বর ২০২০, ১২:০৫ পিএম  |  অনলাইন সংস্করণ
দূতাবাস খুলতে সম্মত ইসরাইল-বাহরাইন, শিগগিরই সরাসরি ফ্লাইট
ছবি: ডন

কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও সম্পর্ক স্বাভাবিকীকরণের পর এবার দূতাবাস খোলার বিষয়ে সম্মত হয়েছে ইসরাইল ও বাহরাইন।  

বুধবার বাহরাইনের সরকারি প্রতিনিধিদলের ইসরাইল সফরে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে একমত হন। খবর ডেইলি সাবাহর।  

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ আল-জায়ানি জানান, মানামায় একটি দূতাবাস খোলার ইসরাইলের অনুরোধে বাহরাইন সম্মত হয়েছে।  

একইভাবে ইসরাইলেও দূতাবাস খোলার জন্য বাইরাইনের পক্ষ থেকে অনুরোধের কথা তাদের জানানো হয়েছে।

খুব দ্রুতই এ প্রক্রিয়া এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গবি আসকেনাজি ডিসেম্বরে মানামা সফর করবেন বলেও জানান তিনি।

অন্যদিকে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গবি আসকেনাজি জানিয়েছেন, এ বছরের মধ্যেই দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠান হবে বলে তিনি আশা করছেন। 

‘এ বছরের শেষ থেকেই বাহরাইনের নাগরিকরা ইসরাইল ভ্রমণের জন্য অনলাইনে ভিসার আবেদন করতে পারবেন। শিগগিরই দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইটও চালু হচ্ছে।’ 

গত ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর গত মাসে হোয়াইট হাউসে সংযুক্ত আরব আমিরাত-বাহরাইন এবং তেলআবিব শান্তিচুক্তি স্বাক্ষর করে।

১৯৭৯ সালে মিসর এবং ১৯৯৪ সালে জর্ডান ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে শান্তিচুক্তিতে পৌঁছানোর পর তৃতীয় ও চতুর্থ দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন একই পথে হাঁটে।   

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : শতাব্দীর সেরা সমঝোতা